Jio, vodafone, airtel এর এই পকেটবান্ধব প্রিপেইড প্ল্যান সম্পর্কে জানেন কি?

বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মহামারির আকার নিয়েছে। আমেরিকা, ইতালির মত প্রথম সারির দেশে মৃত্যু মিছিল বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ হয়েছে অফিসও, কর্মচারীদের বাড়ি বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে প্রত্যেকেরই অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি ডেটা খরচ হচ্ছে। আপনার চাহিদার কথা মাথায় রেখেই সম্প্রতি জিও, এয়ারটেল, ভোডাফোনের মত টেলিকম সংস্থাগুলি এনেছে পকেট বান্ধব কিছু প্রিপেইড প্ল্যান, মাত্র ২০০ টাকার কমে যে গুলিতে আপনি পেয়ে যাবেন কল ও ডেটার সুবিধা।

jio airtel vodafone 1 1

ভোডাফোন
ভোডাফোন ২০০ টাকার নিচে ২ টি প্ল্যান এনেছে। ১২৯ ও ১৪৯ টাকার এই প্ল্যান দুটিতে পাওয়া যাবে মাসে ২ জিবি ডেটা। বৈধতা যথাক্রমে ২৪ ও ২৮ দিন। পাশাপাশি থাকছে ৩০০ টি করে এস এম এস।
এয়ারটেল
মাত্র ৯৮ টাকার বিনিময়ে এয়ারটেল দিচ্ছে ৬ জিবি ডেটা। বৈধতা ২৮ দিন। সাথে রয়েছে ৩০০ টি এস এম এস। ১৪৯ টাকার প্ল্যানে রোজ ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন।
রিলায়েন্স জিও
মাত্র ১২৯ টাকায় সারা মাসের জন্য ২ জিবি ডেটা দিচ্ছে জিও। সেইসঙ্গে ১০০০ মিনিট জিও ছাড়া অন্য নেটওয়ার্কের কল করার সুবিধে ও ৩০০ এসএমএস।
১৪৯টাকায় দৈনিক ১ জিবি করে ডেটা, সাথে জিও থেকে অন্য নেটওয়ার্ক এ কলের সুবিধে, দিনে ১০০ টি করে এস এম এস। বৈধতা ২৪ দিন।
১৯৯ টাকার প্যাকে দৈনিক ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। বাকি সকল সুবিধা ১৪৯ টাকার প্যাকটির মতই। বৈধতা ২৮ দিন।

সম্পর্কিত খবর