মমতার টানেই রাজনীতিতে, ‘দিদি নম্বর ওয়ান’ রচনার সম্পত্তির পরিমাণ শুনলে মাথা ঘুরে যাবে!

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন থেকেই শোনা যাচ্ছিল, রাজনীতির দুনিয়ায় পা রাখতে চলেছেন ‘দিদি নম্বর ওয়ান’। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এসেছে নাম। রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা ভোটে বাংলা থেকে ৪২ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেন তৃণমূল (Trinamool Congress)। আর তাতেই চমক। চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) হুগলি থেকে তৃণমূলের টিকিটে লড়বেন টলিউডের নামী অভিনেত্রী ‘দিদি নম্বর ওয়ান’
রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

উনিশের লোকসভা ভোটে (Lok Sabha Election) তৃণমূলের থেকে হুগলি আসন ছিনিয়ে নিয়েছিল গেরুয়া শিবির। জয়ী হয়েছিলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর এবার তাকে টেক্কা দিতে আরেক হেভিওয়েট সেলিব্রেটি নিয়ে এল তৃণমূল কংগ্রেস। হারানো আসন পুনরুদ্ধারের জন্য মরিয়া তৃণমূলের তুরুফের তাস ‘দিদি নম্বর ওয়ান’ এর সঞ্চালিকা রচনা।

রচনার জনপ্রিয়তার কথা কারোর অজানা নয়। অভিনয় জগৎ ছেড়ে এবার ভোট ময়দানে তিনি। ১৯৯৩ সালে রচনা দান প্রতিদান সিনেমার মাধ্যমে সিনে দুনিয়ায় পা রাখেন অভিনেত্রী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রচনাকে। একে একে সূর্যবংশম, পাপী, শুধু তুমি, বাজিমাত, রংধনু সহ একের পর এক হিট সিনেমা করে সিনে জগতের অন্যতম জনপ্রিয় নাম হয়ে ওঠেন রচনা।

অভিনেত্রীর আসল নাম অবশ্য রচনা নয়। ২০০৭ সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। সেই বিয়ে সুখের না হলেও তারা ডিভোর্স নেননি। দম্পতির এক ছেলে রয়েছে। দুজনে কো পেরেন্টিং করে সেই ছেলেকে বড় করে তুলছেন। রাজনীতিতে যোগ দিয়েই অভিনেত্রী জানিয়েছেন, রাজনীতিতে তার কোনও অভিজ্ঞতা নেই। সবটাই খুব নতুন। তবে তিনি নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন।

rachana banerjee tmc

আরও পড়ুন: ‘আমার গায়ের রঙ তো কালো… তাহলে কী আমাকে মেয়র করত!’, হঠাৎ কেন এমন বললেন ফিরহাদ?

রচনা আরও জানিয়েছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তার রাজনীতিতে আসা। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই তার রাজনীতিতে আসার সিদ্ধান্ত। এবার আসি রচনার সম্পত্তির দিকে। সূত্রের খবর রচনা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তি আনুমানিক ১০ মিলিয়নের কাছাকাছি। তবে এই বিষয়ে বিশদে কোনও তথ্য মেলেনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর