লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ! দাম কমতেই, সোনার দোকানে বিরাট ভীড়

বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্মী বারেই লক্ষ্মী লাভের দারুন সুযোগ। বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম (Gold Price)। যার ফলে কার্যত হাঁফ ছেড়ে বাঁচল মধ্যবিত্ত পরিবার। বিগত কয়েক মাসে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল এই হলুদ ধাতুর দাম। যার ফলে একসময় বিশেষজ্ঞরা মনে করছিলেন আগামী দিনে সোনার দাম (Gold Price) ৮০ হাজারের বেশি ছাড়িয়ে যাবে।

কত কমল সোনার দাম (Gold Price)?

গত সপ্তাহে একটু একটু করে কমতে শুরু করেছিল সোনার দাম (Gold Price)। যা দেখে অনেকেই মনে করছিলেন সোনা কেনার এটাই সেরা সময় তাই। উৎসবের মরশুম শুরুর আগেই সোনার দাম কমতেই সোনা কিনে রেখেছেন  অনেকেই।  সামনেই দুর্গাপুজো , ধনতেরাস, দিওয়ালির মতো একঝাঁক উৎসব।

   

তাই এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না একেবারেই। বিগত কয়েকদিন ধরে সোনার দাম ৬৫ হাজারের পাশাপাশি ঘোরাফেরা করায় অনেকেই সোনা কিনে রাখছিলেন কিন্তু মাঝখানে সোনার দাম পড়লেও আবার তা লাফিয়ে বাড়তে শুরু করে।

আরও পড়ুন :  দেশে বসেই করুন বিদেশ ভ্রমণ! জানেন ভারতের কোথায় রয়েছে এই পোর্তুগিজ গ্রাম?

বুধবার  ২১ আগস্ট ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৬ হাজার ১০০ টাকা। যা খানিক দিয়েছে বৃহস্পতিবার। এদিন একলাফে সোনার দাম কমেছে  ৩০০ টাকা। যার ফলে আজকের বাজারে একই পরিমাণ সোনার দাম কমে গিয়ে হয়েছে ৬৫ হাজার ৮০০ টাকা।

Gold Price

অন্যদিকে গতকাল বুধবার ২১ আগস্ট ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৭৩ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার একই পরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৩০০ টাকা কমে হয়েছে ৭২ হাজার ৮৭০ টাকা। তবে সোনার দাম কমলেও আজ কিন্তু অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। বুধবার ২১ আগস্ট এক কেজি রুপোর দাম ছিল ৮৭ হাজার টাকা। যা ২২ আগস্ট বৃহস্পতিবারও রয়েছে অপরিবর্তিত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর