ভক্তদের জন্য সুখবর, পর্দায় ফিরছেন ‘রুদ্রিক’ সুস্মিত! সঙ্গে রয়েছেন এই হট অভিনেত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাংলার প্রতিটা চ্যানেলেই এখন নতুন সিরিয়ালের (New Serial) ঝড় শুরু হয়েছে। পুরনোদের সরিয়ে একটার পর একটা নতুন সিরিয়াল নিয়ে আসছে নির্মাতারা। এটা যদিও সারাবছরই চলতে থাকে। তবে পুজোর সময়টা যেন একটু বেশিই তাড়া রয়েছে চ্যানেল কর্তৃপক্ষগুলির। পুজো শেষ হতেই শুরু হবে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। তারমধ্যেই একটি মেগায় কামব্যাক করতে চলেছে সুস্মিত মুখার্জি (Susmit Mukherjee)।

মাধবীলতার শেষ হওয়ার পর শ্রাবণী নতুন মেগায় ফিরলেও সুস্মিতের দেখা ছিলনা এতদিন। বড্ড অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছিল এই মেগা। যে কারণে একটা মন খারাপের রেশ থেকেই গেছিল ছোটপর্দার রুদ্রিকের মনে। ভক্তরাও অনেকদিন ধরে চাইছিলেন যে, সুস্মিত যেন শীঘ্রই কাজে ফেরে। তবে অভিনেতা চেয়েছিলেন একটা লম্বা বিরতি।

তবে এবার বিরতি কাটানোর সময় চলে এসেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন মেগার প্রোমো। সূত্রের খবর, পুজোর পর থেকেই সুস্মিতের এই নতুন মেগার সম্প্রচার শুরু হবে। যদিও ধারাবাহিকের টাইম টেবিল সম্পর্কে কোনও আপডেট এখনও মেলেনি, তবে সিরিয়ালটি যে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তা প্রথম প্রোমো থেকেই স্পষ্ট। উল্লেখ্য, সুস্মিতের এই নতুন মেগার নাম ‘বাদল শেষের পাখি’ (Badal Shesher Pakhi)।

আরও পড়ুন : জেলায় জেলায় পৌঁছে গেল ‘শ্যামাপ্রসাদ দুর্গোৎসব সম্মান’! অনির্বাণ গাঙ্গুলীর উদ্যোগ পেল বিপুল সাড়া

প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে, ধারাবাহিকের নায়িকাকে কেউ কিডন্যাপ করে রেখেছে। বাঁচাও বাঁচাও চিৎকারে মুখরিত চারিদিক। ঠিক সেই সময় সেখানে উপস্থিত নায়ক। নায়িকাকে উদ্ধার করে পরিচয় জানতে যাবে অমনি সেই মেয়ে সাইকেল নিয়ে উধাও। নায়কও নাছোড়বান্দা। সাইকেলের পেছন পেছন ধাওয়া করে নিজের দামি গাড়ি নিয়ে। এরপর দেখা যায় নায়িকা এসে পৌঁছায় একটি সাইকেল প্রতিযোগীতায়।

আরও পড়ুন : ‘নিজেদের স্বার্থে ইচ্ছাকৃত কম…’, বাঘা যতীন রিলিজ হতেই বিষ্ফোরক দেব

সেখানেই বিচারকের আসনে হিরোকে স্বাগত জানানো হয়। বাংলা সিরিয়ালের ট্রেন্ড বজায় রেখে প্রতিযোগিতা জিতেও যায় হিরোইন পাখি। এরপর তার হাতে পুরস্কার তুলে দেয় সুস্মিত। সেই সময় সে নায়িকার কানে কানে বলে, ‘আমি না থাকলে তুমি এই প্রতিযোগিতা জিততে পারতেনা।’ অন্যদিকে হিরোইন বলে ওঠে, ‘আমি না থাকলে আপনিও এখানে পৌঁছাতে পারতেননা।’

 

শোনা যাচ্ছে, সিরিয়ালের চিত্রনাট্য লিখেছেন লীনা গাঙ্গুলী। মূখ্য ভূমিকায় সুস্মিত টেলিভিশনের চেনা মুখ হলেও নায়িকা চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি নবাগতা। এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে সিরিয়ালটি স্টার জলসা বা জি বাংলার পর্দায় নয় বরং আসছে সান বাংলার পর্দায়। এখন দেখা যাক সুস্মিতের এই নয়া সিরিয়াল স্টার বা জি বাংলার সিরিয়ালদের টেক্কা দিতে পারে কী না!

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X