বাঙালি না হয়েও পছন্দ বাংলা ভাষা, চিনুন ‘গ্রামের রানি বীণাপানি’ ধারাবাহিকের নায়িকা অ্যানমেরি টম-কে

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি না হয়েও একটা সময় বাংলা ধারাবাহিকের পর্দায় দেখা গেছে অভিনেত্রী অ্যানমেরি টম-কে (Annmary Tom)। যদিও তাঁর অভিনয় দেখে বোঝার উপায়ই ছিলনা যে তিনি বাংলা কথাটাও ঠিকঠাক বলতে পারেন না। স্টার জলসার পর্দায় প্রথম দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। ‘গ্রামের রানী বীণাপাণি’ (Gramer Rani Binapani) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর বিপরীতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা হানি বাফনার-কে (Honey Bafna)।

এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন কেরলের মেয়ে অ্যানমেরি। যদিও দীর্ঘদিন ধরেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত তিনি। অংশ নিয়েছেন একাধিক বিজ্ঞাপনী প্রচারে। ছোট থেকেই তিনি থাকেন ব্যারাকপুরে। অ্যানমেরি সেন্ট কার্লেট স্কুলে পড়াশোনা করেছেন। স্নাতক পাশ করেছেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও বটেন।

Annmary Tom বাংলা এই ধারাবাহিকে একজন প্রতিবাদী চরিত্রের নারী হিসেবে দর্শদের সামনে ধরা দিয়েছেন তিনি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের হয়ে তুলেছেন আওয়াজ। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে নয়া ধারাবাহিকে। খুব শীঘ্রই সান বাংলায় পথ চলা শুরু হবে নয়া ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন সিদ্ধার্থ। এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, কৌশিক বন্দ্যোপাধ্যায়, কল্যাণী মন্ডল, সঞ্জীব সরকার, চান্দ্রেয়ী ঘোষ, সাগ্নিক চট্টোপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, অনামিকা চক্রবর্তী সহ আরও অনেককেই।

Annmary Tom

তবে কেরলের মেয়ে হয়ে কেন তিনি বাংলা সিরিয়ালে অভিনয় করছেন সেই বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘ লড়াইটা আমার জন্য ভীষণ কঠিন ছিল। আমি কলকাতা এবং কেরল দু জাগাতেই থাকতাম। তবে বেশিরভাগ সময়টা কেটেছে কলকাতাতে। যদিও সে সময় তিনি ভালো করে বাংলা বলতে পারতেন না। অধ্যয়নের মাধ্যমে তিনি বাংলা বলা শিখেছেন’।

Annmary Tom

অভিনেত্রীর বাবা মালয়ালি হলেও তাঁর মা কিন্তু বাঙালি। বাড়িতে বাবার সাথে মাতৃভাষাতেই কথা বলেন অভিনেত্রী। তবে বর্তমানে বাংলা ভাষাকে সড়গড় করে ফেলেছেন অভিনেত্রী। এই ভাষা বেশ পছন্দরে তাঁর কাছে সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী অ্যানমেরি টম। তবে অভিনেত্রী জানিয়েছেন বাংলা ধারাবাহিকের পাশাপাশি দক্ষিণী ছবিতে অভিনয় করার জন্যও অডিশন দিয়েছেন তিনি।

additiya

সম্পর্কিত খবর