বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনার (Corona Virus) দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় বিপর্যস্ত পরিস্থিতি। সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার। দিনে দিনে রেকর্ড হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃতের সংখ্যাও। দৈনিক আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন লক্ষের গণ্ডি। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় বাঁধ সেধেছে অক্সিজেন এবং হাসপাতালে শয্যার (Covid Bed) অভাব।
তাই এই মুহূর্তে একটি জরুরি বিষয় হল রাজ্যের কোন হাসপাতালে কত কোভিড শয্যা রয়েছে তা জেনে রাখা। ইতিমধ্যেই একাধিক রাজ্য সরকারের তরফে শয্যার উপলব্ধিতা জানাতে পোর্টাল চালু করা হয়েছে। যেখানে এলাকাভিত্তিক হাসপাতালে কত শয্যা খালি রয়েছে তা জানা যাবে অতি সহজেই।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও সেই মত চালু করা হয়েছে একটি পোর্টাল। যেটি হল — https://www.wbhealth.gov.in/pages/corona/bed_availability_pvt এখানে প্রবেশ করেই আপনি জেনে নিতে পারবেন শয্যার খুঁটিনাটি।
জানিয়ে দি, এই মুহূর্তে All Asia Medical Institute – 30, AMRI Hospital, Dhakuria-122, AMRI Hospital Mukundapur – 79, APEX IMS -4টি কোভিড শয্যা উপলব্ধ রয়েছে।
অন্যদিকে, দিল্লিতে শয্যার উপলব্ধিতা জানতে — https://coronabeds.jantasamvad.org এই লিঙ্কে ক্লিক করুন। গুরুগ্রামে জানতে — https://covidggn.com এই লিঙ্কে, থানেতে জানতে — https://covidthane.org এই লিঙ্কে ক্লিক করুন।