শুরু ‘পাড়া সমাধান’ প্রকল্প, আপনার এলাকায় কোথায় হচ্ছে ক্যাম্প? জেনে নিন এক ক্লিকে

Published on:

Published on:

Know everything about Amader Para Amader Samadhan Prakalpa

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত ২ আগস্ট থেকে চালু করেছে এক নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan)। এই প্রকল্পের মাধ্যমে আপনার এলাকার রাস্তাঘাট, জল বা নিকাশি সংক্রান্ত সমস্যা খুব সহজেই সমাধান করা হবে। এই সমস্যা নিয়ে অভিযোগ জানাতে এখন আর আপনাকে কোন সরকারি দপ্তর কিংবা অফিসে যেতে হবে না। এখন সরকার নিজেই আপনার পাড়ায় ক্যাম্প করবে।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কী? | What is the ‘Amader Para Amader Samadhan’?

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের উদ্দেশ্য খুবই সহজ এবং স্পষ্ট। পাড়ার ছোটখাটো সমস্যা যেমন, রাস্তাঘাট ভাঙা, নিকাশি খারাপ, পানীয় জলের সমস্যা, আলো না থাকা, এই সব বিষয় আপনি এবার সরাসরি ক্যাম্পে গিয়ে জানাতে পারবেন। এই ক্যাম্পে সরকারি কর্মীরা উপস্থিত থাকবেন। তাঁরা আপনার অভিযোগ শুনে ব্যবস্থা নেবেন বা পরামর্শ দেবেন।

ক্যাম্প কোথায় হচ্ছে, কীভাবে জানবেন?

আপনার এলাকায় ক্যাম্প (Amader Para Amader Samadhan) কবে কোথায় হচ্ছে, তা জানার জন্য নিচের পদ্ধতিতে যান:

  1. সর্বপ্রথম https://ds.wb.gov.in ওয়েবসাইটে যান
  2. সেখানে“Find My Camp” অপশনে ক্লিক করুন
    (সরাসরি লিংক: https://ds.wb.gov.in/APAS_Public/Page/KnowYourCampLocation.aspx)
  3. আপনার জেলা সিলেক্ট করুন
  4. আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করুন
  5. তারপর আপনার ব্লক এবং ওয়ার্ড/গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন

উপরের উল্লেখিত পদ্ধতিগুলি সম্পন্ন হলেই আপনি আপনার নিকটবর্তী ক্যাম্পের তারিখ ও স্থান দেখতে পাবেন।

যদি কিছু না দেখায়, তাহলে বুঝবেন, আপনার এলাকার ক্যাম্পের তথ্য এখনও দেওয়া হয়নি। কিছুদিন পর আবার চেক করুন। রাজ্য সরকার প্রতিদিনই উল্লেখিত ওয়েবসাইটিতে তথ্য আপডেট করছে।

Know everything about Amader Para Amader Samadhan Prakalpa

আরও পড়ুনঃ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ক্ষোভে ফেটে পড়লেন মমতা-অভিষেক, পাল্টা জবাবে শমীক বললেন…

উল্লেখ্য, সরকার এবার নিজেই সমস্যার সমাধান নিয়ে আপনার এলাকায় আসছে। তাই সময় মতো জেনে নিন কবে কোথায় ক্যাম্প (Amader Para Amader Samadhan) হচ্ছে এবং সেই ক্যাম্পে গিয়ে আপনার সমস্যার কথা জানান।‌এই প্রকল্প চলবে ৩রা নভেম্বর, ২০২৫ পর্যন্ত। তাই আপনার এলাকার উন্নয়নে অংশ নিতে এই ক্যাম্পে অবশ্যই হাজির হোন।