লম্বা লাইন দেওয়ার ঝক্কি শেষ! এবার ঘরে বসেই মিলবে বার্থ সার্টিফিকেট, দেখুন কিভাবে

Published on:

Published on:

birth certificate(2)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কোনও ব্যক্তির পরিচয়ের প্রমাণ হিসেবে জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate) অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এই গুরুত্বপূর্ণ নথি নিয়েই এবার স্বস্তির আপডেট। এবার থেকে আর লম্বা লাইন নয়, বাড়িতে বসেই অনলাইনে মিলবে জন্মের সার্টিফিকেট। কীভাবে আবেদন করবেন? ধাপে ধাপে গোটা প্রক্রিয়া জেনে নিন।

বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি | Birth Certificate

জন্ম নিবন্ধনের জন্য স্থানীয় নগর পালিকা, মিউনিসিপ্যাল কর্পোরেশন, বা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হতে হয়। তবে কেন্দ্রীয় সরকারের জন্ম-মৃত্যু নিবন্ধন পোর্টালের মাধ্যমেও এর জন্য আবেদন করা যায়: https://dc.crsorgi.gov.in/crs/
শুধুমাত্র কয়েকটি নথি দিয়েই এই সার্টিফিকেট মিলবে।

প্রয়োজনীয় নথি

১. মা ও বাবার আধার কার্ড
২. হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট
৩. ঠিকানার প্রমাণপত্র
৪. জন্ম সময়ের হাসপাতালের রিপোর্ট
৫. আবেদনকারীর মোবাইল নম্বর ও ই-মেল

এছাড়াও আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হলে আধার কার্ডও দিতে হবে।

আবেদন পদ্ধতি:

রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইট বা কেন্দ্রীয় পোর্টাল-https://dc.crsorgi.gov.in/crs/—এ গিয়ে হোমপেজে সাইন আপ অপশনে ক্লিক করুন।
এরপর প্রয়োজনীয় মোবাইল নম্বর, ই-মেল সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। তৈরি করা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন। এরপর মূল পোর্টালে প্রবেশ করুন।

মূল পোর্টালে ঢুকে আবেদন ফর্ম পূরণ করুন। এরপর জন্ম সনদ আবেদন ফর্মটি পূরণ করে নথি আপলোড করে ফেলুন। নির্ভুল ভাবে প্রয়োজনীয় সব কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে বলে রাখা ভালো বিলম্ব হলে ফি অনলাইনে দিয়ে আবেদন জমা করতে হবে। এরপর ফাইন ধাপে ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় শীতের ভয়ঙ্কর খেলা! হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই শুরু বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর

উল্লেখ্য, শিশুর জন্মের ২১ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। তারপর করলে বয়স অনুযায়ী ১০টাকা থেকে ৬০টাকা পর্যন্ত বিলম্ব ফি দিতে হতে পারে আবেদনের সময়ে। সঠিকভাবে আবেদন জমা দিলে তারপর যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে কয়েক দিনের মধ্যে জন্ম সনদ পাওয়া যায়। পোর্টালে ডাউনলোড করারও অপশন রয়েছে। এভাবে বাড়িতে বসেই আপনারা বার্থ সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন।