চলছে ২,০০০ টাকার নোট জমা নেওয়ার প্রক্রিয়া! এখনই জেনে নিন SBI-HDFC-ICICI ব্যাঙ্কের এই নিয়মগুলি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কের তরফে (Reserve Bank Of India) ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার ঘোষণার পর ইতিমধ্যেই গত ২৩ মে থেকে ওই নোট জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কগুলিতেও এই কারণে গ্রাহকদের ভিড় বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য যে, RBI-এর নির্দেশ অনুযায়ী, গত ২৩ মে থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের ব্যাঙ্কে গিয়ে ২,০০০ টাকার নোট বদলে ফেলতে হবে। কিন্তু, এই বিষয়ে সাধারণ মানুষের মনে একাধিক বিভ্রান্তি এবং জল্পনা তৈরি হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের জানাবো যে ২০০০ টাকার নোট বদলানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের ঠিক কি কি নিয়ম রয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): ইতিমধ্যেই SBI জানিয়েছে যে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের যেকোনো শাখায় একবারে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলানোর জন্য গ্রাহকদের কোনো পরিচয়পত্র দেখাতে হবে না বা স্লিপ পূরণ করতে হবে না।

HDFC ব্যাঙ্ক: গত ২৩ মে থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, গ্রাহকেরা HDFC ব্যাঙ্কেও ২০০০ টাকার নোট জমা করতে পারেন। এই ব্যাঙ্কেও একদিনে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলানো যাবে।

ICICI ব্যাঙ্ক: পাশাপাশি, গ্রাহকেরা ICICI ব্যাঙ্কের যেকোনো শাখায় বা ব্যাঙ্কের ক্যাশ ডিপোজিট মেশিনে ২০০০ টাকার নোট জমা করতে পারেন। এছাড়াও, প্রবীণ নাগরিকরা ICICI ব্যাঙ্কের ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন৷ এই ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। সেই সঙ্গে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়ায় কোনো চার্জ ধার্য করা হবে না।

কানাড়া ব্যাঙ্ক: জানিয়ে রাখি যে, কানাড়া ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করলে ক্যাশ রেমিট্যান্সের উপর কোনো চার্জ নেওয়া হবে না। ব্যাঙ্কটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

money 2000

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB): পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রেও ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট বদলানোর ক্ষেত্রে কোনো ধরণের আইডি প্রুফের প্রয়োজন হবে না। PNB তার সমস্ত শাখাকে আধার কার্ড, কোনো অফিসিয়াল নথি বা নোট বিনিময় সংক্রান্ত কোনো ফর্ম পূরণ না করার ক্ষেত্রে নির্দেশ দিয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X