বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ২০০৮ সালে সৌরভ ক্রিকেটকে বিদায় জানালেও, তাঁর জনপ্রিয়তায় কোনও হ্রাস ঘটেনি। বরং, আজও তাঁকে “দাদা” হিসেবে সম্মান করা হয়। শুধু তাই নয়, বিরাট কোহলি, রোহিত শর্মা বা এমএস ধোনির মতো বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে মহারাজের। এমতাবস্থায়, প্রায়শই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতেও থাকেন। শুধু তাই নয়, ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি প্রতিবছরই কোটি কোটি টাকা উপার্জন করছেন।
প্রতিবছর বিপুল অর্থ উপার্জন করেন সৌরভ (Sourav Ganguly):
ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে বিরাট বৃদ্ধি: চলতি বছর সৌরভ (Sourav Ganguly) ৪২ টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। শীঘ্রই তিনি আরও ২ টি নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চলেছেন বলেও জানা গিয়েছে। এর অর্থ হল তিনি মোট ৪৪ টি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন। এর পাশাপাশি, তিনি কমেন্ট্রি থেকে শুরু করে, টিভি শো এবং এডুকেশন অ্যাপের মতো প্ল্যাটফর্ম থেকেও বিপুল আয় করছেন। যার ফলে তাঁর মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, তিনি ৩৫ কোটি টাকা ট্যাক্স হিসেবে জমা করেছেন।
সচিনকেও পেছনে ফেলেছেন: তিনি (Sourav Ganguly) প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের সম্মুখীন হলেও সামগ্রিকভাবে জনপ্রিয়তার মাপকাঠিতে তাঁর চাহিদা কমেনি।খবর অনুযায়ী, সৌরভ বর্তমান খেলোয়াড় হার্দিক বা সূর্যকুমারের চেয়ে বেশি ট্যাক্স দেন। শুধু তাই নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সংখ্যায় তিনি সচিন তেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন।
আরও পড়ুন: বাজারে ঝড় তুলতে প্রস্তুত Tata Motors! পরপর লঞ্চ হবে ৩০ টি গাড়ি, কী পরিকল্পনা সংস্থার?
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিদেশের মাটিতেও সৌরভ (Sourav Ganguly) এখনও তুমুল জনপ্রিয়। আর সেই কারণেই ব্র্যান্ডগুলি এখনও তার পাশে দাঁড়িয়ে আছে। এটি তাঁর ভাবমূর্তি এবং প্রভাবের প্রমাণ। এদিকে, সৌরভ ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তিনি টেলিভিশনের একজন জনপ্রিয় উপস্থাপকও। সৌরভ সম্প্রতি একটি নতুন টিভি চ্যানেলের সঙ্গে ১২৫ কোটি টাকায় ৪ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। যার অধীনে তিনি ২ টি নতুন অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এর মাধ্যমে “দাদাগিরি” অনুষ্ঠানটি ছেড়ে দেওয়ার পরেও, টিভিতে তাঁর উপস্থিতি শক্তিশালীভাবে বজায় থাকবে।
আরও পড়ুন: আর নেই উপায়? ভারতের সঙ্গে এবার সব সমস্যার সমাধান করতে চায় পাকিস্তান! কী জানালেন শরিফ?
বার্ষিক আয় ১০০ কোটি: জানিয়ে রাখি যে, সৌরভের (Sourav Ganguly) মোট সম্পদের পরিমাণ প্রায় ২,০০০ কোটি টাকা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অবসর নেওয়ার এত বছর পরেও সৌরভের বার্ষিক আয় এখন ১০০ কোটির কাছাকাছি। এমতাবস্থায়, সৌরভ গাঙ্গুলি এবং অরিজিৎ সিং বাংলার সবচেয়ে বড় করদাতাদের মধ্যে গণ্য হন। যেটি স্পষ্টভাবে দেখায় যে, সৌরভের ব্র্যান্ড ভ্যালু এবং জনপ্রিয়তা আদৌ কমেনি।