কে কে রয়েছেন সদ্য প্রয়াত শিনজো আবের পরিবারে, কত সম্পত্তি ছিল তাঁর? রইল তথ্য

বাংলাহান্ট ডেস্ক : জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) আকস্মিক মৃতু (Death of Shinjo Abe) হয়েছে আজই। স্থানীয় সময় সকাল ১১ঃ৩০ নাগাদ বক্তৃতা দেওয়ার সময় এক আততায়ী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। মারাত্মক আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। বেশ কয়েক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তাঁর। আবের মৃত্যুতে গভীর শোকের ছায়া বিশ্ব রাজনীতিতে। দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

শিনজো আবের জন্ম ২১ ডিসেম্বর ১৯৫৪ সালে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারে। শিনজোর ঠাকুরদা কোনা আবে এবং বাবা সিনতারো আবে (Shintaro Abe) জাপানের খুবিই জনপ্রিয় রাজনেতা ছিলেন। অন্যদিকে তাঁর মা ছিলেন জাপানের পূর্ব প্রধানমন্ত্রী নোবশুকে কিশীর (NobuSuke KiShi) মেয়ে।

কিশী ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। নওশাকাতে স্কুল জীবন শেষ করে সাইকেই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন। উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন আমেরিকা। সেখানে ক্যালিফোর্নিয়া মহাবিদ্যালয়ে বাকি পড়াশুনা শেষ করেন। ১৯৭৯ সালে দেশে ফিরে এসে কোবে ইস্পাত কারখানায় কর্মজীবন শুরু করেন। ১৯৮২ সালে চাকরি ছেড়ে রাজনীতিতে পদার্পণ করেন। ১৯৮৭ সালে শিনজোর বিয়ে হয় অক্কীর সঙ্গে। ওই দম্পতি নিঃসন্তান ছিলেন। ১৯৯৩ সালে শিনজোর বাবা মারা যান। এরপর ইয়ামাগুশী থেকে নির্বাচনে জয়লাভ করেন। ২০০৬ সালে ডেমোক্রেটিক দলের হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

The Abe family in 1956

শিনজো আবের সম্পত্তির পরিমাণও খুব কম নয়। ফোবর্স ম্যাগাজিন অনুসারে আবের মোট সম্পত্তির পরিমাণ ১০ মিলিয়ান ডলার। এছাড়া জাপানের রাজধানী টোকিওতে বেশ কয়েকটি বাড়ি ও জমি রয়েছে। বিদেশেও তাঁর বেশ কিছু সম্পত্তির কথা শোনা যায়। তবে সেগুলো কোনওদিনই প্রকাশ্যে আসেনি।


Sudipto

সম্পর্কিত খবর