চলে এল উৎসবের মরশুম! মহালয়ার দিন সোনা-রুপোর দাম বাড়ল না কমল? জানুন লেটেস্ট রেট

Published on:

Published on:

Know the latest gold price.

বাংলাহান্ট ডেস্ক: ভারতের বাজারে সোনা-রুপোর দামে (Gold Price) টানাপোড়েন অব্যাহত রয়েছে। একদিকে হঠাৎ বেড়ে চলা দামে সাধারণ ক্রেতারা চাপে পড়েছেন, অন্যদিকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে সামান্য পতনও। শুক্রবার বাজার বন্ধ হওয়ার আগে ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) জানিয়েছে, ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ১,০৯,৭৭৫ টাকা। তবে রুপোর ক্ষেত্রে দাম উল্টোদিকে বেড়েছে, পৌঁছেছে প্রতি কেজিতে ১,২৮,০০০ টাকায়। যেহেতু শনিবার ও রবিবার বাজার বন্ধ থাকে, তাই এই দুই দিন এই দামের ভিত্তিতেই লেনদেন চলবে।

উৎসবের মরশুমে সোনার দামে বড় হেরফের (Gold Price)

অন্যদিকে অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দিল্লির স্থানীয় বাজারে শুক্রবার সোনার দাম (Gold Price) বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ১,১৪,০০০ টাকা, যা আগের দিনের তুলনায় ৮০০ টাকা বেশি। রুপোর দামও বেড়ে ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ১,৩২,০০০ টাকা।

আরও পড়ুন:ভারতের উদ্দেশ্যে ঘৃণ্য মস্করা! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে পাক খেলোয়াড়রা যা করলেন…

IBJA–র ওয়েবসাইট অনুযায়ী, সোনার (Gold Price) বিভিন্ন ক্যারেট অনুযায়ী নতুন দাম দাঁড়িয়েছে এভাবে—২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম ১,০৯,৭৭৫ টাকা, ২৩ ক্যারেট ১,০৯,৩৩৫ টাকা, ২২ ক্যারেট ১,০০,৫৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮২,৩৩১ টাকা এবং ১৪ ক্যারেট ৬৪,২১৮ টাকা। অপরদিকে রুপো ৯৯৯ প্রতি কেজি ১,২৮,০০০ টাকা।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ায় ভারতীয় বাজারেও প্রভাব পড়ছে। বৈশ্বিক অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে নতুন করে শুরু হওয়া বাণিজ্যিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি ক্রমবর্ধমান আস্থা—সব মিলিয়ে সোনার দামে (Gold Price) ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের হিসাব বলছে, দিল্লির স্থানীয় বাজারে ৯৯.৫ শতাংশ বিশুদ্ধ সোনার দাম (Gold Price) বেড়ে হয়েছে ১,১৩,৫০০ টাকা প্রতি ১০ গ্রাম, যা আগের দিনের তুলনায় ৭০০ টাকা বেশি। বৃহস্পতিবার এই দাম ছিল ১,১২,৮০০ টাকা। আন্তর্জাতিক বাজারে হাজির সোনার দাম ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩৬৫১.১৮ মার্কিন ডলার।

Know the latest gold price.

আরও পড়ুন:আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ, দেশের জন্য নতুন কী বার্তা দেবেন মোদি?

সোনার দামে (Gold Price) মতো অন্যদিকে রুপোর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। শুক্রবার দেশের বাজারে রুপো টানা দ্বিতীয় দিনের জন্য দাম বাড়িয়েছে। বৃহস্পতিবার যেখানে রুপোর দাম ছিল প্রতি কেজি ১,৩১,৫০০ টাকা, শুক্রবার তা বেড়ে হয়েছে ১,৩২,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে হাজির রুপোর দাম প্রায় ১ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রতি আউন্স ৪২.১৬ মার্কিন ডলার।

এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলোতে দাম (Gold Price) কোন পথে যাবে, তা নির্ভর করছে আমেরিকার গুরুত্বপূর্ণ আর্থিক সূচকগুলির উপর। মার্কিন জিডিপি, উৎপাদন এবং পরিষেবা সূচক, পিসিই মূল্য সূচকের মতো তথ্য প্রকাশিত হলে বাজারের গতি নির্ধারণ করা সহজ হবে। তবে সামগ্রিকভাবে বাজারে ইতিবাচক প্রবণতা বজায় থাকবে বলেই অনুমান।