T20 World Cup থেকে FIFA বিশ্বকাপ! ২০২৬ যেন সুপার স্পোর্টস ইয়ার, সম্পন্ন হবে ১০ টি মেগা ইভেন্ট

Published on:

Published on:

Know the list of Sports Events 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ, ২০২৫ সাল ছিল খেলাধুলার জন্য একটি স্মরণীয় বছর। এই বছর একাধিক দল শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছে। ২০২৫ সালের শুরুতে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। RCB-ও এই বছর তাদের প্রথম শিরোপা জিতেছে। এছাড়াও ২০২৫ সালের নভেম্বরে, ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৫ সালের ODI বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এদিকে, ২০২৬ সালেও খেলাধুলার দুনিয়ায় একাধিক বড় ইভেন্ট (Sports Events 2026) সম্পন্ন হতে চলেছে। যেগুলির মধ্যে T20 বিশ্বকাপ থেকে শুরু করে ফিফা বিশ্বকাপ এবং কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতা রয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই ২০২৬-এ সম্পন্ন হতে চলা ১০ টি বড় স্পোর্টস ইভেন্ট সম্পর্কে।

২০২৬-এ সম্পন্ন হতে চলা ১০ টি বড় স্পোর্টস ইভেন্ট (Sports Events 2026):

১. অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস): অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি সম্পন্ন হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

২. উইন্টার অলিম্পিক গেমস: মিলান, কর্টিনার এবং ইতালি দ্বারা আয়োজিত হতে চলেছে উইন্টার অলিম্পিক গেমস। এই টুর্নামেন্টটি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে।

৩. ICC মেন্স T20 বিশ্বকাপ: ২০২৬ সালের ICC T20 বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে সম্পন্ন হবে। ভারত ও শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের আয়োজন করবে। যেখানে ২০টি দল অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টকে সামনে রেখে অংশগ্রহণকারী প্রতিটি দলই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

৪. IPL ২০২৬: জানিয়ে রাখি যে, IPL ২০২৬-এর তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে, এই টুর্নামেন্টটি আগামী মার্চ মাসে শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ১০ টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের খেলোয়াড়দের নির্বাচন করেছে।

Know the list of Sports Events 2026.

৫. শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস: শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস ২০২৬-এ ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সম্পন্ন হবে। ইতালির মিলান এই টুর্নামেন্টের আয়োজন করবে।

৬. ফিফা বিশ্বকাপ (পুরুষ): পুরুষদের ফিফা বিশ্বকাপও ২০২৬ সালে সম্পন্ন হবে। USA কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি আয়োজন করতে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী এই টুর্নামেন্টটি আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত সম্পন্ন হবে।

আরও পড়ুন: ভেঙেছে বিয়ে! বিশ্বজয়ের পর প্রথম ম্যাচেই স্বমহিমায় উজ্জ্বল স্মৃতি মান্ধানা, গড়লেন ওয়ার্ল্ড রেকর্ড

৭. উইম্বলডন (টেনিস): উইম্বলডন বিশ্বব্যাপী জনপ্রিয় একটি টুর্নামেন্ট। বিশ্বের বিখ্যাত সেলিব্রিটিরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। UK উইম্বলডন আয়োজন করবে। এই টুর্নামেন্টটি আগামী ২৯ জুন থেকে ১২ই জুলাই পর্যন্ত সম্পন্ন হবে।

৮. কমনওয়েলথ গেমস: স্কটল্যান্ডের গ্লাসগোতে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করা হবে। এই টুর্নামেন্টটি আগামী ২৩ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত সম্পন্ন হবে। একাধিক দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: মাত্র দেড় বছরেই বিরাট পরিবর্তন টিম ইন্ডিয়ায়! ৭ জন নতুন খেলোয়াড় খেলবেন T20 বিশ্বকাপ

৯. উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: জানিয়ে রাখি যে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সম্পন্ন হবে ২০২৬-এর ৩০ মে। এই টুর্নামেন্টটি হাঙ্গেরির বুদাপেস্টে সম্পন্ন হবে। অনুরাগীরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

১০. ICC ওমেন্স T20 বিশ্বকাপ: উল্লেখ্য যে, ICC ওমেন্স মহিলা T20 বিশ্বকাপও ২০২৬ সালের জুন-জুলাই মাসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এবার ইংল্যান্ড এই টুর্নামেন্টের আয়োজন করবে।