রোমাঞ্চে ভরা অভিষেক-রুজিরার ‘লাভ-স্টোরি’, সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তবের এই জুটি

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তরুণ এই নেতাকে নিয়ে রাজ্য-রাজনীতিতে চর্চার শেষ নেই। তবে রাজ্য বললে খানিক ভুল হবে, বাংলা পেরিয়ে গোটা দেশের রাজনীতিতেই তিঁনি অন্যতম আলোচিত একটি নাম। আবার অভিষেক ঘরণীকে নিয়েও সাধারণ মানুষের অগাধ কৌতূহল। কোনদিনও তাকে প্রকাশ্যের আলোয় সেভাবে আসতে দেখা যায়নি। রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee), তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যার পিসি শাশুড়ি।

কে এই রুজিরা, অভিষেকের সঙ্গে আলাপই বা হল কিভাবে! ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে তার সম্পর্ক বেশ রোমাঞ্চে ভরা বলেই কিন্তু খবর মেলে। সূত্রের খবর, নিজেকে সবসময় লো-প্রোফাইল রাখতে পছন্দ করেন রুজিরা। ক্যামেরা থেকেও নিজেকে দূরে রাখেন। তবে ২০১৯ সালের বিমানবন্দরে হওয়া এক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম খবরের শিরোনামে উঠে আসে অভিষেক পত্নীর নাম।

সেই সময় অভিযোগ ওঠে তিনি নাকি অতি মাত্রায় সোনা ব্যাগে করে থাইল্যান্ড থেকে কলকাতায় নিয়ে আসছেন। তবে পরবর্তীতে শুল্ক বিভাগের এই অভিযোগকে একেবারে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। সূত্র মারফত জানা যায়, ভারতের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি থাইল্যান্ডের নাগরিকত্ব রয়েছে রুজিরার। ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা ওসিআই-এর কার্ডও রয়েছে।

এবার আসি এই জুটির ‘লাভ স্টোরি’র বিষয়টায়। জানা যায়, অভিষেক যখন দিল্লিতে আইআইপিএম থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গিয়ে রুজিরার সঙ্গে আলাপ হয় তার। কলেজ থেকে সুইজারল্যান্ডে ট্রেনিংয়ে গিয়ে বন্ধুত্ব থেকে দুজনার। এরপর সেই সম্পর্ক পরিণত হয় ভালোবাসায়। ২০১২ সালের ফেব্রয়ারি মাসে দিল্লিতে গাঁটছড়া বাঁধে রুজিরা ও অভিষেক।

যদিও সেই বিয়েতে উপস্থিত থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অভিষেক-রুজিরা দুই সন্তানের বাবা মা। তাদের কন্যার নাম আজানিয়া এবং পুত্রের নাম আয়ানাশ। অভিষেকের পাশাপাশি রুজিরাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের মণি। কিছুদিন আগেই যখন কয়লা পাচার মামলায় রুজিরাকে নোটিস দেওয়া হয় তখন তার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘রুজিরা খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে।’

abhishek rujira

তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনা অভিষেক পত্নীর। ২০২০ সালে কয়লা পাচার কাণ্ডে রুজিরার নাম জড়িয়ে পড়ে। যা নিয়ে একাধিকবার ইডি, সিবিআই এর মুখোমুখিও হতে হয় তাকে। এই গত মাসেই রুজিরাকে কয়লা পাচার কাণ্ডে তলব করে ইডি। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে হাসি মুখেই ইডি দফতর থেকে বেরিয়ে আসেন অভিষেক ঘরণী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর