বাংলা হান্ট ডেস্ক : দিনের শুরুতে সূর্যের প্রথম আলোর সাথেই আসে এক অদ্ভুত স্বর্গীয় অনুভূতি। আমরা সকলেই জানি পূর্ব দিকে সূর্যোদয় (Sunrise) এবং পশ্চিম দিকে সূর্যাস্ত (Sunset) হয়। কিন্তু পৃথিবীর সমস্ত এলাকাতেই তো আর একসাথে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত হয় না। কারণ সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে পৃথিবীর আহ্নিক গতি। সেকথা আমরা সকলেই পড়েছি পাঠ্য বইতে।
ভারতের (India) কোথায় প্রথম সূর্যোদয় হয়?
কিন্তু কখনও ভেবে দেখেছেন ভারতে (India) কোথায় প্রথম সূর্যোদয় হয় এবং কোথায় প্রথম সূর্যাস্ত হয়? আমাদের দেশ ভারতবর্ষ (India) মানে বৈচিত্রের মধ্যে ঐক্য। পাহাড়,জঙ্গল আর সমুদ্র ঘেরা বিশাল এই দেশের একেক জায়গার মানুষ একেক রকম. ভৌগোলিক সীমা পরিবর্তনের সাথে সাথে বদলায় প্রত্যেকের খাদ্যাভ্যাস, পোশাক আর জীবনযাপনের ধরণ-ও।
একইভাবে ভারতবর্ষের (India) বিভিন্ন রাজ্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ও কিন্তু আলাদা। আমরা সকলেই জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, তাই ভৌগোলিক নিয়মেই ভারতে (India) সূর্যের প্রথম কিরণ আসে পূর্ব দিকে অবস্থিত রাজ্য গুলিতে। ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে রয়েছে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) আঞ্জাও। এখানকার একটি ছোট্ট পাহাড়ি জনপদ হল ডং (Dong)।
আরও পড়ুন : ‘নায়িকা হয়েও পার্টি করি না’! নিজেই নিজেকে ‘বোরিং’ বলছেন ‘নিম ফুলের মধু’র পর্ণা
লোহিত, ব্রহ্মপুত্র আর সতী নদীর ত্রিবেণী সঙ্গমে অবস্থিত পাহাড় ঘেরা এই ছোট্ট শহরেই প্রথম এসে পৌঁছায় সূর্যের প্রথম আলো। ১২৪০ মিটার উঁচুতে অবস্থিত এই শহরেই এসে পৌঁছায় আমাদের দেশের প্রথম সূর্যের আলো। প্রতিদিন ভোর ৫. ৫৪ মিনিটে এখানে সূর্য ওঠে। তবে দেশের অন্যান্য জায়গায় অবশ্য কিছুক্ষণ পরেই সূর্যের আলো এসে পৌঁছায়।
ভারতবর্ষের প্রথম সূর্যাস্তের এই শহরের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যও এক কথায় অসাধারণ। তাই বছর বছর বহু মানুষ এই শহরে গিয়েই দেশের প্রথম সূর্যোদয়ের সাক্ষী থাকতে ছুটে আসেন। ভারতবর্ষের পূর্ব সীমান্তের শেষ প্রান্ত বলে পরিচিত এই শহরটি বর্তমানে মায়ানমার আর চীনের চাপে একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। প্রায় ৮ কিলোমিটার পথ চেক করে বহু মানুষ এখানে এসে পৌঁছান। অন্যদিকে ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে গুজরাটের গুহরমতি, যা ভারতের একেবারে পশ্চিমতম বিন্দুতে অবস্থিত। এখানকার বাসিন্দারাই ভারতবর্ষের প্রথম সূর্যাস্তের সাক্ষী থাকেন।