সলমন নন, বিগ বসের কণ্ঠস্বরের নেপথ‍্যে রয়েছেন এই ব‍্যক্তি! প্রত‍্যেক সিজনে কামান এত লাখ টাকা

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি টেলিভিশনের জনপ্রিয়তম শো বিগ বস (Bigg Boss)। দীর্ঘ ১৫ সিজন ধরে চলে আসছে এই শো। কয়েকজন প্রতিযোগীকে একটি ঘরের মধ‍্যে বন্দি করে দেওয়া হয়। বহির্বিশ্বের সঙ্গে আর কোনো সম্পর্কই থাকে না তাঁদের। বিগ বসের বাড়ি বিলাসবহুল হলেও সেখানে নিজের দৈনন্দিন কাজে সাহায‍্য করার জন‍্য কাউকেই পাওয়া যায় না। নিজের কাজ করতে হয় নিজেকেই। ফলত খুব সহজেই বিরক্ত হয়ে হাল ছেড়ে দেন সেলিব্রিটি প্রতিযোগীরা।

প্রতিপক্ষের বিরুদ্ধে খেলায় জিতে, বিবাদ বিতর্ক সামলে যে প্রতিযোগী শেষ দিন পর্যন্ত টিকে থাকতে পারবে সেই হবে বিজেতা। তবে প্রতিযোগীদের প্রায় প্রতিদিনই নানান টাস্ক করতে হয়। বিগ বসে টিকে থাকতে হলে এই টাস্কগুলিতেও জিততে হয় প্রতিযোগীদের। আর এই টাস্কগুলি কে দেয় তাদের?

Atul kapoor
বিগ বস যারা দেখেন তারা খুব ভালভাবেই জানবেন বিগ বস যিনি তার শুধু কণ্ঠস্বরই শোনা যায়। এই বিগ বস আসলে কে তা নিয়ে যথেষ্ট কৌতূহল আছে দর্শকদের। সলমন খান দীর্ঘদিন ধরে শোয়ের সঞ্চালক হয়ে রয়েছেন এই শোয়ের। কিন্তু তিনি বিগ বস নন। তবে বিগ বসের কণ্ঠস্বরের নেপথ‍্যে কে রয়েছেন?

তিনি অতুল কাপুর (Atul Kapoor)। দীর্ঘদিন ধরে বিগ বস এর হয়ে কণ্ঠ দিয়ে আসছেন তিনি। সেই ২০০৬ সাল থেকে বিগ বস হয়ে রয়েছেন অতুল। তবে সলমনের মতো ক‍্যামেরার সামনে কখনো আসতে দেখা যায়নি তাঁকে। ক‍্যামেরার নেপথ‍্যে থেকেই প্রতিযোগীদের নির্দেশ দিয়ে এসেছেন অতুল। নিজেদের মনের কথাও বিগ বসের কাছে বলতে শোনা যায় প্রতিযোগীদের।

কিন্তু প্রশ্ন হল ক‍্যামেরার নেপথ‍্যে থেকে শুধুমাত্র বিগ বস সেজে বসে থেকে কত টাকা রোজগার করেন অতুল কাপুর? জানা যাচ্ছে, প্রত‍্যেক সিজনের জন‍্য প্রায় ৫০ লাখ টাকা রোজগার করেন তিনি। সলমন সঞ্চালনা করে কয়েক কোটি টাকা রোজগার করেন। সেই তুলনায় অতুল শুধুমাত্র কণ্ঠ ধার দিয়েই এত লাখ রোজগার করেন।

শুধু বিগ বস নয়, আয়রন ম‍্যান ২, আয়রন ম‍্যান ৩, দ‍্য অ্যাভেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন ছবিতেও কণ্ঠস্বর দিয়েছেন তিনি। বিগ বসের আগামী সিজনেও বিগ বস ওরফে অতুলের কণ্ঠ শোনা যাবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর