বাংলাহান্ট ডেস্ক : সত্যিই কী আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ হতে চলেছে BSNL-এর সিম কার্ড? কী করে সম্ভব হবে পুরোনো নম্বরকে পুনরোদ্ধার করা? কী করেই বা জানা যাবে এই খবরের সত্যতা টা আসলে কী? এই ধরণের নানা খবর আমরা হামেশাই দেখতে পাই, কতোটা সত্যতা থাকে এই খবরগুলোতে, চলুন আজ জেনে নেওয়া যাক এই ধরণের ভুয়ো খবরের হাত থেকে বাঁচার উপায়।
BSNL সিম গ্রাহকদের জন্য বড় খবর। আপনারও যদি একটি BSNL সিম থাকে তাহলে তা কী আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যেতে চলেছে? প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চলুন জানা যাক পুরো ব্যাপারটা কি।
আজকাল সোশ্যাল মিডিয়ায় (Social media) বিভিন্ন খবর ক্রমশ ভাইরাল (Viral) হচ্ছে। সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে, যাতে দেখানো হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা (Telecommunication Company) BSNL-এর সিমগুলি আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। এই পোস্টটি দেখার পর, এটির সত্যতা যাচাই করা হয়েছে এবং এর পিছনে কতোটা সত্যতা আছে তার সম্পর্কে জানা গেছে।
কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের ভুয়ো খবর (Fake News) থেকে দূরে থাকতে এবং এই খবরগুলি কারও সাথে শেয়ার না করতে। এবং আপাতত এই ধরনের খবর ফরোয়ার্ড না করতে। আপনিও যদি কোনও ভাইরাল বার্তার সত্যতা জানতে চান, তাহলে আপনি এই মোবাইল নম্বর +918799711259-এ যোগাযোগ করুন অথবা বা socialmedia@pib.gov.in এ মেইল করতে পারেন।