বাংলাহান্ট ডেস্ক: ভারতের নাগরিকদের দৈনন্দিন জীবনের সঙ্গে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে আধার কার্ড (Aadhaar Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন জমা দেওয়া, মোবাইল সিম কেনা কিংবা সরকারি ভর্তুকি পাওয়া—সব ক্ষেত্রেই প্রয়োজন এই ১২ অঙ্কের ইউনিক আইডেন্টিটি নম্বর। তবে, অনেকের মনে এখনও প্রশ্ন রয়ে গেছে—আধার কি নাগরিকত্ব বা জন্মতারিখের প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়? এই বিভ্রান্তি দূর করতেই আবারও স্পষ্ট বার্তা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
কোন কাজে ব্যবহার করতে পারবেন না আধার কার্ড (Aadhaar Card)?
UIDAI জানিয়েছে, আধার (Aadhaar Card) কেবলমাত্র পরিচয়ের প্রমাণ (Proof of Identity) হিসেবে ব্যবহারযোগ্য। এটি নাগরিকত্ব বা বসবাসের প্রমাণ (Proof of Citizenship or Residence) হিসেবে কোনওভাবেই গণ্য হবে না। সাম্প্রতিক সময়ে ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ ডাক বিভাগ এই বিষয়ে একটি নতুন নির্দেশ জারি করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে—আধার নম্বর বা তার প্রমাণীকরণ (authentication) শুধুমাত্র আধারধারীর পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এটি জন্মতারিখ নির্ধারণের প্রমাণ নয় এবং সেই কারণে কোনও ব্যক্তির জন্মতারিখ প্রমাণের জন্য আধার ব্যবহার করা উচিত নয়।সরকার সমস্ত ডাকঘরকে নির্দেশ দিয়েছে যাতে তারা এই স্পষ্টীকরণটি সাধারণ মানুষের জানার সুবিধার্থে নোটিস বোর্ডে টাঙিয়ে রাখে এবং প্রয়োজনীয় দিকনির্দেশ করে।
আরও পড়ুন:রেস্টুরেন্টে নয়, ঘরেই তৈরি করুন ক্রিমি মুরগি মালাইকারি, লাগবে না বেশি সময়, রেসিপি রইল
উল্লেখযোগ্যভাবে, আধার (Aadhaar Card) এখন দেশের অধিকাংশ আর্থিক ও সরকারি পরিষেবার কেন্দ্রবিন্দু। আয়কর রিটার্ন জমা দেওয়া, প্যান কার্ড লিংক করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, নতুন মোবাইল সিম কেনা, এমনকি মিউচুয়াল ফান্ড ও অন্যান্য বিনিয়োগের KYC যাচাইকরণ—সব ক্ষেত্রেই আধার অপরিহার্য। এছাড়া, সরকারি ভর্তুকি ও কল্যাণমূলক প্রকল্প যেমন এলপিজি-র ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBTL), কর্মচারী পেনশন প্রকল্প (EPS) ও অটল পেনশন যোজনা (APY)—এসবের সুবিধা পেতেও আধার বাধ্যতামূলক।
অন্যদিকে, সম্প্রতি আধার (Aadhaar Card) আপডেটের খরচে পরিবর্তন এনেছে UIDAI। ১ অক্টোবর থেকে ডেমোগ্রাফিক তথ্য (যেমন নাম, ঠিকানা বা জন্মতারিখ) পরিবর্তনের জন্য ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে। একইভাবে, বায়োমেট্রিক আপডেট-এর চার্জ ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছে। প্রায় পাঁচ বছর পর এই প্রথমবার আপডেট ফি বাড়ানো হল।

আরও পড়ুন:ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে অতি ভারী বর্ষণ বঙ্গে! একাধিক জেলায় জারি লাল সতর্কতা
তবে, শিশুদের জন্য আধার (Aadhaar Card) এনরোলমেন্ট এবং আপডেট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। শিশুদের বায়োমেট্রিক আপডেট তিন ধাপে করা বাধ্যতামূলক—প্রথমবার ৫ বছর বয়সে, এরপর ৫ থেকে ৭ বছরের মধ্যে, এবং পুনরায় ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।
সব মিলিয়ে, আধার (Aadhaar Card) এখন প্রতিটি নাগরিকের পরিচয় যাচাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। তবে সরকার এবং UIDAI বারবার মনে করিয়ে দিচ্ছে—আধার কেবল পরিচয়ের প্রতীক, এটি নাগরিকত্ব বা জন্মতারিখের প্রমাণ নয়। তাই কোনও সরকারি বা বেসরকারি কাজে আধার ব্যবহারের আগে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা জরুরি।













