বাংলাহান্ট ডেস্ক : তাঁর পারিবারিক পরিচয় বলছে, তিনি তারকা সন্তান। তবে পারিবারিক কারণে তো বটেই, নিজের উদ্যোগেও সেরার পুরস্কার উঠেছে অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel Mallick) হাতে। বর্তমানে ছবির সংখ্যা কমেছে অনেকটাই। ছবিতে সম্পত্তির কারণে আদালতে বিবাদে নীতাংশি গোয়েল এবং ইন্দ্রজিৎ বসু। বাস্তবে মল্লিক বাড়িতে ভাইবোনের সম্পর্ক কেমন?
মল্লিক পরিবার নিয়ে মুখ খুললেন কোয়েল (Koel Mallick)
যৌথ পরিবার হিসেবে দীর্ঘদিন ধরেই শোবিজ বিজনেসে রয়েছে মল্লিক পরিবার। রঞ্জিত মল্লিকের যোগ্য উত্তরসূরি হিসেবে এখন ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে রাজত্ব করছেন কোয়েল (Koel Mallick)। তবে সেই সঙ্গে যৌথ পরিবারের বিভিন্ন সংষ্কৃতি ধরে রেখেছেন তিনি। দুর্গাপুজো, ভাইফোঁটায় পরিবারের সদস্যরা একত্রিত হন। সেখানে তিনি এমন একটি ছবিতে অভিনয় করেছেন যেখানে আইনি যুদ্ধে জড়াচ্ছেন ভাই বোন। কোয়েল (Koel Mallick) জানান, এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে আপনা থেকেই তাঁর চোখ জলে ভরে এসেছিল।
কী জানালেন অভিনেত্রী: আসন্ন ছবি ‘স্বার্থপর’ এর বিষয়ে কথা বলতে গিয়ে কোয়েল (Koel Mallick) বলেন, মল্লিক পরিবারের সকলে অন্য রকম শিক্ষায় শিক্ষিত। তাঁর বাবা কাকারা এতজন ভাইবোন হয়েও কখনও আইনি জটিলতায় জড়াননি। তিনি আরও বলেন, তাঁর অভিনীত চরিত্র অপর্ণা নিজ স্বার্থ রক্ষার্থে নয়, বরং নিজের অনুভূতি রক্ষা করতে আদালতে গিয়েছে।
আরও পড়ুন : অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় সিরিয়াল থেকে, কামব্যাক নিয়ে বড় সুখবর দিলেন অভিনেত্রী
নিজের সন্তানদের নিয়ে মুখ খুললেন কোয়েল: কোয়েল (Koel Mallick) বলেন, তাঁর নিজের ভাইবোন নেই ঠিকই, তবে তিনি যৌথ পরিবারের সদস্য হওয়ায় ভাইবোনের মধ্যে টানাপোড়েন বুঝতে পারেন। তাঁর প্রার্থনা, কোনও ভাইবোন, দাদা বোনকে (Koel Mallick) যেন এভাবে আইনের দ্বারস্থ না হতে হয়। তাঁর নিজেরও দুই ছেলেমেয়ে রয়েছে। কবীর কাব্যর মধ্যে কখনও এমন ঘটবে না তো?
আরও পড়ুন : অস্কার জোটেনি তো কী, ফিল্মফেয়ারে বাজিমাত ‘লাপতা লেডিজ’-এর, সেরা অভিনেতা-অভিনেত্রী হলেন কারা?
কোয়েল বলেন, কবীর কাব্যকে এমন ভাবেই তিনি বড় করতে চান যাতে তাঁদের মধ্যে বিশ্বাস তৈরি হতে পারে। তাহলেই কোনও জটিলতা তাঁদের মধ্যে তৈরি হবে না।