খুশির খবর, এপ্রিলের শেষেই নতুন সদস্য আসছে মল্লিক পরিবারে

বাংলাহান্ট ডেস্ক: খুব তাড়াতাড়িই সুখবর (good news) আসতে চলেছে কোয়েল মল্লিকের (koel mallick) পরিবারে। এই গ্রীষ্মেই মল্লিক-রানে পরিবারে নতুন সদস‍্যের আগমন হতে চলেছে। এপ্রিলের শেষে বা মে মাসের প্রথমেই মা হতে চলেছেন অভিনেত্রী। গত ২৮ এপ্রিল ছিল কোয়েলের জন্মদিন। তবে মা ও সন্তানে জন্মদিন একই মাসে হবে কিনা তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Koel Mallick Net Worth 1280x720 1
লকডাউনে নিজের শ্বশুরবাড়িতে রয়েছেন কোয়েল। তবে মল্লিক পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। বাড়িতে বসে এখন আসন্ন সময়ের জন‍্য মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করছেন অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ মতো মনকে শান্ত করতে যোগাভ‍্যাস করছেন, মন ভাল রাখছেন।

https://www.instagram.com/p/B-Wl9johJJy/?igshid=r5rp6hfham9j

 

আগেই বিবাহবার্ষিকীর দিন সুখবর দিয়েছিলেন কোয়েল। মা হতে চলেছেন তিনি। কোনও রকম রাখঢাক না করেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছিলেন তিনি। স্বামী নিসপাল রানের সঙ্গে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানান কোয়েল।

https://www.instagram.com/p/B8A0bN3B8OX/?igshid=16r88kzrsjnsd

https://www.instagram.com/p/B_PZ7e5JNsK/?igshid=1uud3wk8mmugw

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এদিন একটি পোস্ট করেন কোয়েল। স্বামী নিসপাল রানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন তিনি। সঙ্গে ছিল একটি পোস্টকার্ডও। সেখানে লেখা, ‘নিজের মধ্যে নতুন প্রাণের স্পন্দন টের পাচ্ছি আমি। আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। এই গ্রীষ্মের অপেক্ষায় রয়েছি।’ এই পোস্টের মাধ্যমেই কোয়েল বুঝিয়ে দেন প্রেগন্যান্সি নিয়ে কোনও রকম জল্পনা, গুঞ্জন শুনতে রাজি নন তিনি। তাই সোজাসাপটা নিজেই জানিয়ে দেন সুখবরটা।

https://www.instagram.com/p/B8yG4qlhGX4/?igshid=1ir94jog9erng

https://www.instagram.com/p/B_aTzsvpFFS/?igshid=1t57now5eea2u

২০১৩ সালে নিসপাল রানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল। এর আগে বেশ কয়েকবার কোয়েলের মা হওয়ার গুজব শোনা গিয়েছে। কিন্তু প্রতিবারই সেসব গুজবই উড়িয়ে দিয়েছেন তিনি। লকডাউন ওঠার পরেই পরপর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর। মিতিন মাসির পরবর্তী ছবির শুটিংয়েরও কথাবার্তা চলছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর