কোয়েল মল্লিকের দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ, বাড়ছে দুশ্চিন্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দ্বিতীয় করোনা (corona) টেস্টের রিপোর্টও পজিটিভ (positive) এল অভিনেত্রী কোয়েল মল্লিকের (koel mallick)। পজিটিভ রিপোর্ট এসেছে স্বামী নিসপাল সিং রানে ও কোয়েলের মা দীপা মল্লিকেরও। তবে অভিনেতা রঞ্জিত মল্লিকের দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর।
১০ জুলাই করোনা ধরা পড়ে রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক, কোয়েল ও নিসপালের। জানা যায়, তার আগে দু সপ্তাহ ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিল গোটা মল্লিক পরিবার। দেখা দিয়েছিল করোনার উপসর্গ। তারপর নেওয়া হয় মল্লিক পরিবারের সদস‍্যদের লালারসের নমুনা। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ও দীপা মল্লিক ও নিসপালের লালারসের নমুনা নেওয়া হয়েছিল। রিপোর্ট আসতে জানা যায় করোনা পজিটিভ এসেছে পরিবারের সকলেরই।


কোয়েল নিজেই টুইট করে জানান এই খবর। ফের ১৭ তারিখ নেওয়া হয় লালা রসের নমুনা। সম্প্রতি সেই রিপোর্টও পজিটিভ আসে কোয়েল, দীপা মল্লিক ও নিসপাল রানের। তবে রঞ্জিত মল্লিকের দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ এসেছে। উদ্বিগ্ন নেটিজেনরা মল্লিক পরিবারের সদ‍্যদের দ্রুত আরোগ‍্য কামনা করেছেন।

প্রসঙ্গত, কয়েকমাস আগেই খুশির খবর আসে কোয়েল (koel mallick) ও নিসপাল রানের (nispal singh rane) পরিবারে। ৫ মে মা হন কোয়েল মল্লিক। নবজাতককে কোলে নিয়ে ছবিও শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়।
সেই সময় করোনা পরিস্থিতির কারনে অভিনেত্রীর কথা ভেবে চিন্তিত ছিলেন পরিবারের সদ‍স‍্যরা। কিন্তু চিকিৎসকরা জানান মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। তবে করোনা সংক্রমণের ভয়ে কোয়েলের কাছে নিসপাল ছাড়া আর কাউকেই যেতে দেওয়া হয়নি সেই সময়।
কোয়েলের সন্তানকে নিয়ে চিন্তা বাড়ছে সকলেরই। দ্বিতীয়বার অভিনেত্রীর রিপোর্ট পজিটিভ আসায় উদ্বিগ্ন হয়ে রয়েছেন সকলে‌। তবে কোয়েল আগেই জানিয়েছিলেন সুস্থ রয়েছে তাঁর সন্তান।

সম্পর্কিত খবর

X