এবারের পুজো জঙ্গলে কাটাবেন কোয়েল! নেপথ্যের কারণ জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বছরেই ধুমধাম করে দুর্গাপূজো পালিত হয় রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) এবং কোয়েল মল্লিকের (Koel Mallick) বাড়িতে। ঐতিহ্য এবং নিয়ম-নীতি মেনে জমজমাট পূজো হয় মল্লিক বাড়িতে। ভিড় জমে টলি তারকাদের। তবে চলতি বছরের চিত্রটা হয়তো একটু বদলে যেতে পারে। কারণ দূর্গা পূজায় বাড়িতে থাকবেন না বাড়ির মেয়ে। থাকবেন জঙ্গলে। হ্যাঁ ঠিকই ধরেছেন। কথা হচ্ছে কোয়েল মল্লিককে নিয়ে।

দুর্গাপুজোর সময়টা এবার জঙ্গলেই কাটাবেন কোয়েল। পরে অবাক লাগলেও এই ঘটনা একেবারেই সত্যি। আসলে দুর্গাপুজোয় বক্স অফিসে মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিক অভিনীত এবং অরিন্দম শীল পরিচালিত ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। বরাবরের মতোই নাম ভূমিকায় থাকবেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। অনুষ্ঠিত হয়ে গেছে ছবির শুভ মহরতের অনুষ্ঠান। এবার কেবলমাত্র শ্যুটিং শুরুর পালা।

Koyel Mallick

পরিচালক নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মহরতের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি। লেখেন, ‘এবার পুজোয় মিতিন মাসি, জঙ্গলে মিতিন মাসি’। জানা যাচ্ছে, সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘ সারাণ্ডায় শয়তান’ গল্পের অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। ছোটনাগপুর মালভূমি অঞ্চলের জঙ্গলে চলবে শ্যুটিং এর কাজ।

 

View this post on Instagram

 

A post shared by Arindam Sil (@arindamsil)

চলতি বছরের দুর্গাপুজো জমজমাট হতে চলেছে বাঙ্গালীদের জন্য। মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি। আসছে দেবের ‘ব্যোমকেশ’। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিরশা দাশগুপ্ত। এছাড়াও উইন্ডোজ প্রোডাকশন এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় আসছে ‘রক্তবীজ’। মুখ্য চরিত্রে ধরা দেবেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। আর এসবের মাঝেই জানা গেল পুজোতেই মুক্তি পেতে চলেছে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’।

Koyel Mallick

অরিন্দম শীল মানেই রহস্য রোমাঞ্চের ঝুলি। সাধারণ মানুষকে আনন্দ দিতে একের পর এক গোয়েন্দা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলছেন তিনি। এর আগে ব্যোমকেশ এবং ফেলুদা দুই চরিত্রকেই তাঁর পরিচালনায় ফুটিয়ে তুলেছেন পর্দায়। এনেছিলেন শবর এবং মিতিন মাসি কেউ। আর এবার তিনি নতুন করে পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন মিতিন মাসিকে।

Avatar
additiya

সম্পর্কিত খবর