বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৩ রা জানুয়ারী সোমবার অর্থাৎ আজ ভারতীয় সময় দুপর ১.৩০ নাগাদ যখন জোহানেসবার্গের ওয়ান্ডারার্স মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যদি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাট করার সুযোগ পান তাহলে আজকেরটা দিনটা হতে পারে তার ক্রিকেট কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ দিন। বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তি ক্রিকেটারকে ছুঁয়ে ফেলার সুযোগ আরও একবার পাবেন বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে যদি শতরান করতে পারেন বিরাট, তাহলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং দুর্দান্ত ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের বিশ্ব রেকর্ড ভেঙে দেবেন তিনি। ৩ রা জানুয়ারি থেকে ৭ ই জানুয়ারি, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স গ্রাউন্ডে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত যদি দ্বিতীয় টেস্ট ম্যাচও জিতে নিতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করবে বিরাট কোহলির ভারত।
৩৩ বছর বয়সী টেস্ট অধিনায়ক বিরাট কোহলি যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্ট ম্যাচে শতরান করতে সক্ষম হন, তাহলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে একক ভাবে সর্বাধিক (৪২) শতরানকারী অধিনায়ক হয়ে যাবেন। তিনি পেছনে ফেলে যাবেন রিকি পন্টিংকে, যার নামে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৪১টি শতরান রয়েছে। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে কোহলিরও বর্তমানে মোট সেঞ্চুরির সংখ্যা ৪১।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের কথা বললে, বিরাট কোহলির নামে এখন পর্যন্ত ৭০টি শতরান রয়েছে। তার চেয়ে এগিয়ে রয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন রিকি পন্টিং (৭১) ও সচীন টেন্ডুলকার (১০০)। ২০১৯ সালের ডিসেম্বরের থেকে এখন পর্যন্ত বিরাট কোহলি ব্যাট হাতে একটিও শতরান করেননি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্ট ম্যাচে নিজের পুরোনো ফর্ম ফিরে পেতে মরিয়া থাকবেন বিরাট কোহলি। আর সকলেই জানেন কোহলির পুরোনো ফর্মে ফেরা মানে পন্টিং-কে ছোয়া শুধু সময়ের অপেক্ষা।