ODI-তে এই বিশেষ রেকর্ড আছে কেবল ৩ ক্রিকেটারের! তালিকায় ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে টানা দুটি ম্যাচে শতরান করা খুব একটা সহজ ব্যাপার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা এমন কীর্তি গড়তে পেরেছেন, তারা নিজেদের ক্রিকেট কেরিয়ারের শেষে পরিণত হয়েছেন কিংবদন্তিতে।

বিশ্ব ক্রিকেটে এমন কিছু ক্রিকেটারও রয়েছেন, যারা এই কীর্তি একাধিকবার করে দেখিয়েছেন। আজকের এই প্রতিবেদনে আমরা তেমন তিনজন ক্রিকেটারদের নিয়েই আলোচনা করবো, যাদের মধ্যে সামিল রয়েছেন এক ভারতীয়ও।

   

sad babar azam

৩. বাবর আজম: নিজেকে দিনে দিনে প্রত্যেকটি ফরম্যাটেই অত্যন্ত উঁচু মানে তুলে নিয়ে এসেছেন পাক অধিনায়ক। এইমুহূর্তে বিশ্ব ক্রিকেটে তিনি সবচেয়ে ভালো ফর্মে থাকা ক্রিকেটারদের একজন। ছয়বার তিনি টানা দুটি ওডিআইতে শতরান করার কীর্তি গড়েছেন। এছাড়া বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি দুইবার টানা তিনটি ওডিআইতে শতরান করার কীর্তি গড়েছেন।

GettyImages 689730380 980x530 1

২. এবি ডিভিলিয়ার্স: দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ও অধিনায়ক বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। বিশেষ করে ওডিআই ফরম্যাটে তিনি একাধিক রেকর্ড গড়েছেন। ওয়ান ডে ফরম্যাটে দ্রুততম শতরান করার রেকর্ড এখনও রয়েছে তার নামেই। নিজের কেরিয়ারে মোট ৭ বার তিনি টানা দুই ওডিআইতে শতরান করেছেন।

ishan kohli

১. বিরাট কোহলি: প্রাক্তন ভারতীয় অধিনায়ক ওডিআই ফরম্যাটে কতটা দক্ষ তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। বর্তমান প্রজন্মে জন্মানো ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় ম্যাচ উইনার তিনি। নিজের ১৫ বছরের কেরিয়ারে এখনও অবধি মোট ১১ বার ওডিআই ফরম্যাটে টানা দুটি ম্যাচে শতরান করার কৃতিত্ব রয়েছে বিরাট কোহলির।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর