বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই সমান দক্ষতায় ব্যাটিং করতে পারেন বিরাট কোহলি। ব্যাটিংয়ের দিক দিয়ে বিরাটের ধরে কাছেও কেউ নেই। এমনকি আইপিএলেও সবচেয়ে বেশি রান বিরাটের দখলেই। বিরাট কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ প্রাপ্তন কিংবদন্তিরাও। কিন্তু এমন কিছু বোলার আছে যারা বারবার বিপদে ফেলেছে বিরাট কোহলিকে।
গতকাল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে সকলের নজর ছিল হায়দ্রাবাদের তরুণ বোলার সন্দীপ শর্মার দিকে। কারন এই সন্দীপ শর্মার বলের বারবার নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন বিরাট কোহলি। অতীত পরিসংখ্যান বলছে কোহলিকে মোট ছয়বার আউট করেছেন সন্দীপ শর্মা। আশীষ নেহেরা ছাড়া আর কোনো বোলার বিরাট কোহলিকে একবার আউট করতে পারেন নি।
পাঞ্জাবের এই মিডিয়াম পেসারকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন ব্যাটসম্যানরা। আইপিএলে এখনো পর্যন্ত 95 উইকেট নিয়ে ফেলেছেন সন্দীপ শর্মা। আর মাত্র পাঁচটি উইকেট নিতে পারলে আইপিএলে 100 উইকেট এর ক্লাবে প্রবেশ করবেন এই ভারতীয় বোলার। ব্যাঙ্গালোরের বিরুধ্যে বরাবরই সন্দীপ শর্মার ভালো রেকর্ড রয়েছে। তবে গতকাল ম্যাচে তিনি ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একেবারে ব্যর্থ। চার ওভার বল করে 36 রান দিয়েছেন সন্দীপ শর্মা অপরদিকে উইকেটের ঝুলি শূন্য।