ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও রানের খরা অব্যাহত বিরাট কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচেও রান পেলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। সাত বল খেলে মাত্র 2 রান করেই প্যাভিলিয়নে ফিরলেন তিনি। অর্থাৎ এই নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে কোহলির রানের খরা চলছেই। পরিসংখ্যান বলছে গত ছয় বছরে এটাই কোহলির সবচেয়ে খারাপ সিরিজ চলছে। এর আগে 2014 সালে একবার এমন রানের খরা হয়েছিল কোহলির তারপর এই সিরিজে।
এই নিউজিল্যান্ড সফরে তিনটি ফরম্যাটে মিলিয়ে মোট আটটি ইনিংস খেলে ফেলেছেন বিরাট কোহলি কিন্তু মাত্র একটি ম্যাচে 50 রানের গন্ডি টপকাতে পেরেছেন কোহলি। পরিসংখ্যান দেখলে দেখা যাবে গত 19 টি আন্তর্জাতিক ইনিংসে কোহলির ব্যাট থেকে একটাও সেঞ্চুরি আসে নি। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি।
কোহলির শেষ আটটা ইনিংসে মাত্র একটা হাফসেঞ্চুরি এসেছে এবং শেষ 19 টি ইনিংসে একটিও সেঞ্চুরি আসে নি। গতবছর গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি করেছিলেন কোহলি তারপর থেকে একটাও আন্তর্জাতিক সেঞ্চুরি আসেনি কোহলির ব্যাট থেকে। গোলাপি বলের টেস্টের আগে গড়ে প্রত্যেক ছয় ইনিংসে একটা করে সেঞ্চুরি করছিলেন কোহলি কিন্তু তারপর 19 টি সেঞ্চুরি হয়ে গেলেও এখন একটাও সেঞ্চুরি করতে পারে নি কোহলি। আর ভারত অধিনায়ক বিরাট কোহলির এমন রানের খরা চিন্তায় রাখছে ভারতীয় ক্রিকেট ভক্তদের।