কিছুদিন আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার কেভিন পিটারসেনের একটি ইনস্টাগ্রাম ভিডিও কল সবার সামনে আসে, সেখানে বেশ কিছু আলোচনা শোনা যায় দুজনের মধ্যে। সেই ভিডিও কলে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে একটি প্রশ্ন ছুড়ে দেন প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটার পিটারসেন। কেপি বলেন কোহলি কার সাথে ব্যাটিং করতে তুমি সব থেকে বেশি পছন্দ করো? অর্থাৎ তোমার পছন্দের ব্যাটিং পার্টনার কে? এই প্রশ্নের জবাবে কোনো রকম চিন্তাভাবনা না করে কোহলি সঙ্গে সঙ্গে উত্তর দেন, কোহলি জানিয়েছেন আমার পছন্দের ব্যাটিং পার্টনার হলেন মহেন্দ্র সিং ধোনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং পার্টনারশিপের কথা আজও মনে রেখেছেন ক্রিকেটপ্রেমীরা। সেই ম্যাচে কোহলি এবং ধোনির মধ্যে যে বোঝাপড়া দেখা গিয়েছিল সেটা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। দুজনের বোঝাপড়া এতটাই সুন্দর ছিল যে সেই ম্যাচে এক একটা সিঙ্গল রানকে ডবলে পরিণত করেছিলেন তারা। ধোনিকে এগিয়ে রেখে বিরাট কোহলি বলেন ভারতীয় দলে আমার পছন্দের ব্যাটিং পার্টনার হলেন ধোনি।
ভালো ব্যাটিং পার্টনার পছন্দের পেছনে কোহলি যুক্তি দেন উইকেটের মধ্যে যে ভালো দৌড়াতে পারেন তাকে আমার ভালো ব্যাটিং পার্টনার মনে হয়, এইদিক দিয়ে বিচার করলে কোহলি আরো একজনের নাম জানিয়েছেন তিনি হলেন এবি ডিভিলিয়ার্স। কোহলি জানিয়েছেন যখন আমি আইপিএল খেলি তখন এবি এবং আমার মধ্যে দারুণ বোঝাপড়া সৃষ্টি হয় ফলে আমার পছন্দের অন্যতম সেরা ব্যাটিং পার্টনার হলেন এবি ডিভিলিয়ার্স।