বাংলা হান্ট নিউজ ডেস্ক: লজ্জার হারের মুখে পড়লো আরসিবি। চলতি মরশুমে দুরন্ত ছন্দে খেলতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজ মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টে খারাপ শুরু করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো সানরাইজার্স হায়দরাবাদের। দুই ফর্মে থাকা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু একপেশে ম্যাচে আরসিবির ওপর স্টিমরোলার চালিয়ে ম্যাচ জিতলেন কেন উইলিয়ামসনরা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন দু প্লেসিসরা। দ্বিতীয় ওভারেই মার্কো জেন্সনের পরপর দুই বলে ফিরে যান ফ্যাফ দু প্লেসিস (৫) এবং বিরাট কোহলি। আজও গত ম্যাচের মতোই প্রথম বলেই আউট হয়ে ফেরেন বিরাট। জেন্সনের বলে উইকেটের পেছনে সেকেন্ড স্লিপে খোঁচা দিয়ে ফেরেন তিনি। চলতি মরশুমে একেবারেই ফর্মে নেই তিনি। এবার পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক করায় তার ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
একই ওভারে খাতা না খুলে ফিরে যান অনুজ রাওয়াতও। আরসিবি ব্যাটিং লাইন আপে আজ ম্যাক্সওয়েল (১২) ও প্রভুদেশাই (১৫) ছাড়া কেউ দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। ফর্মে থাকা দীনেশ কার্তিকও খাতা না খুলেই ফেরেন ড্রেসিংরুমে। মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় আরসিবি যা চলতি আইপিএলের সর্বনিম্ন স্কোর। প্রত্যেক হায়দরাবাদ বোলার আজ উইকেট পেয়েছেন। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন টি নটরাজন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মার্কো জেন্সনও। ২ টি উইকেট স্পিনার সুচিতের, ১টি উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক।
রান তাড়া করার সময় আরসিবি বোলারদের কোনও সুযোগ দেননি হায়দরাবাদের ব্যাটাররা। অভিষেক শর্মার দুরন্ত ব্যাটিংয়ের জেরে মাত্র ৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। মাঝে হর্ষল প্যাটেল দুরন্ত ছন্দে থাকা অভিষেক শর্মাকে ৪৭ রানে ফেরালেও কেন উইলিয়ামসন (১৬) এবং রাহুল ত্রিপাঠি (৭) কাজ শেষ করে আসেন।