বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। পুজোর সময় কলকাতা শহর যেন আরও সুন্দর হয়ে ওঠে। আর কলকাতা (Kolkata) বললে সকলের কাছে আলাদা আলাদা ছবি চোখের সামনে ভেসে ওঠে। কারো কারো কাছে কলকাতা মানে গড়ের মাঠে হাওয়া খাওয়া। আবার কারো কাছে কলকাতা মানে লোভনীয় স্ট্রীট ফুড। তবে এই রাজপথ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না না ইতিহাস ও স্থাপত্যের হাতছানি। এবার একদিনের ছুটিতে আপনি চাইলে এই চেনা কলকাতার অচেনা হাতছানি দিতেই পারেন।
এক দিনের ছুটিতে তিলোত্তমা, চেনা কলকাতার অচেনা দিক (Kolkata)
ছুটির দিনে আপনি আপনার পরিবার, প্রিয়জন অথবা বন্ধু-বান্ধবকে নিয়ে কলকাতা চষে ফেলতেই পারে। কলকাতা (Kolkata) ঘুরতে গেলে সবার আগে মাথায় আসে ভিক্টোরিয়া, তারামণ্ডল, গড়ের মাঠ, চিড়িয়াখানা প্রমুখো জায়গার। তবে এইসব চেনা জায়গা গুলোর মাঝে অচেনা ভাবে কলকাতাকে চিনতে চাইলে, ঘুরে দেখবেন এই জায়গা গুলি।
আরও পড়ুন: পঞ্চমীর দিনে সোনার দামে বড় চমক, জেনে নিন ১ গ্ৰাম হলুদ ধাতুর দর কত?
মাখেন ডেভিড সিনাগগ: ক্যানিং স্ট্রিট ও ব্রাবোর্ন রোডের দূরেই রয়েছে মাখেন ডেভিড সিনাগগ। এর ভেতরে ঢুকলে মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও এসে পড়েছেন আপনি। জানলা ও ছাতলা গোয়া রঙিন কাঁচ দিয়ে দেখতে পারবেন সূর্যের আলো এসে পড়ছে।। আর এই দৃশ্য দেখলে রূপকথার দেশের কথা মনে পড়বে।
মার্বেল প্যালেস: কলকাতার অন্যতম ঐতিহ্য মার্বেল প্যালেস। ১৮৩৫ সালে রাজা রাজেন্দ্র মল্লিক এই প্যালেস্টি তৈরি করেন। এখানে গেলে দেখতে পাবেন উঁচু ফুলদানি থেকে বিশাল ঝাড়লন্ঠন। পাশাপাশি রয়েছে সংগ্রহশালায় মূর্তি। এই প্যালেসের দোতালায় রয়েছে দুষ্প্রাপ্য কিছু চিত্র। এই প্যালেসটি খোলা থাকে সকাল ৬ টা থেকে ১১ টা পর্যন্ত। আর বিকেলে খোলা থাকে ৩ কে থেকে ৬ টা পর্যন্ত।
পরেশনাথ জৈন মন্দির: কলকাতার (Kolkata) মানিকতলা থেকে কিছুটা এগিয়ে গেলে পরে গৌরী বাড়ি। সেই বাড়ির কাছে বদ্রিদাস টেম্পেল স্ট্রিটে এই শতাব্দী প্রাচীন জৈন মন্দিরটি রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন শীতলনাথজির ছবি। এর ভেতরের ঢুকলে আপনি সাজানো বাগান দেখতে পাবেন। পাশাপাশি দেখতে পারবেন মন্দিরে মার্বেলের অপরূপ কারুকার্য ও ফুলের বাহার।