বিশ্বের শব্দ দূষিত শহরের মধ্যে দিল্লিকেও ছাপিয়ে গেলো কলকাতা! শীর্ষে ওপার বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ কর্মসূচি একটি প্রতিবেদন পেশ করা হয়েছে এবং সেখানে বিশ্বের শব্দ দূষণের অন্তর্গত কয়েকটি শহরের তালিকা বার করা হয়েছে। সেই তালিকায় কলকাতা সহ ভারতের একাধিক শহরের নাম রয়েছে, যা দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য।

এই তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোরাদাবাদ নামক শহর, যেখানে শব্দ দূষণের মাত্রা ১১৪ ডেসিবেল। প্রথম জায়গায় থাকা ঢাকা (১১৯ ডেসিবেল) এর থেকে মাত্র ১৪ ডেসিবেল কম নিয়ে অর্থাৎ ১০৫ ডেসিবেল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। এছাড়াও ৬১ টি শহরের মধ্যে কলকাতা রয়েছে ১৪ নম্বরে এবং এখানকার মাত্রা ৮৯ ডেসিবেল। এছাড়াও বাংলার অন্তর্গত আসানসোল এবং ভারতের অন্যান্য শহরের মধ্যে জয়পুর এবং দিল্লির নামও তালিকায় রয়েছে।

অতীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা শব্দের উচ্চতর মাত্রা ৭০ ডেসিবেল নির্ধারণ করা হয় এবং যেখানে ইউরোপ ও আমেরিকার অঞ্চলগুলিতে এই মাত্রা অনেক কম থাকে, সেখানে ভারতের একাধিক শহর এমনকি দিল্লিকে ছাপিয়েও কলকাতার ১৪ নম্বরে উঠে আসার ফলে শব্দদূষণ যে শহরবাসীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা বলা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, শব্দদূষণ আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এর মাত্রা অধিক হলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। এছাড়াও রক্তচাপ থেকে শ্বাস-প্রশ্বাসের হার বৃদ্ধি পেতে পারে।

তাঁরা বলেন, যদি মানুষ দীর্ঘ সময় ধরে শব্দ দূষণের শিকার হন তবে সেটি তাদের কানের ভেতরের এবং সংবেদনশীল অংশগুলিকে ক্ষতি করে। এর ফলে হার্ট অ্যাটাক, মাইগ্রেন এবং এছাড়া একাধিক রোগে আক্রান্ত হতে পারে মানুষ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর