বাংলা হান্ট ডেস্ক: ট্রেনের পাশাপাশি এবার শেওড়াফুলি থেকে সাধারণ যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধের হল। জনসাধারণের কথা মাথায় রেখে শেওড়াফুলি থেকে সেক্টর ফাইভ রুটে (Kolkata Bus Service) এসি বাস চালু করা হল। সূত্রের খবর এই বাস আপাতত ভাবে শেওড়াফুলি ও সল্টলেক রুটে প্রতিদিন ৫ টি করে বাস চলাচল করবে। এই খবর জানাজানি হওয়ার পর থেকেই নিত্যযাত্রীরা খুশি হয়েছে।
শেওড়াফুলি-সেক্টর ফাইভ রুটে AC বাস চালু, খুশি নিত্য যাত্রীরা (Kolkata Bus Service)
হুগলি জেলা থেকে কলকাতা সেক্টর ফাইভ এর উদ্দেশ্যে যাত্রা করতে যাত্রীদের এতদিনের ভরসা ছিল শুধু মাত্র ট্রেন বা শাটল পরিষেবা। তবে আজ অর্থাৎ সোমবার থেকে সেই যাত্রায় পরিবর্তন এসেছে। এবার থেকে শেওড়াফুলি- সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলবে নতুন এসি বাস পরিষেবা।
এই পরিষেবা সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থায় চলাচল করবে। জানা যায়, আপাতত পাঁচ দিনের জন্যই মিলবে এই পরিষেবা। প্রথম এই বাসটি শেওড়াফুলি থেকে সকাল ৭টায় ছাড়বে। সল্টলেক এই বাস পৌঁছবে সকাল ৯.৫০ মিনিটে।
আরও পড়ুন: বাড়িতে তুলসী গাছ বসানোর নিয়ম গুলো জানেন তো, সঠিকভাবে না বসালে হতে পারে মহাবিপদ!
এই পরিষেবা শুরু হবার পর থেকে বাস মালিকদের একাংশ খুশি হয়েছে। পুজোর আগে হুগলি থেকে সল্টলেক রুটে বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা কতটা প্রভাব পড়বে, সেদিকেও অনেকে নজর রেখেছে। প্রসঙ্গত বিভিন্ন সময়ে যাত্রীর অভাবে বহু রুটের বাস বন্ধ হয়ে যাচ্ছে। তবে এখন দেখার বিষয় এই রুটে যাত্রী সংখ্যা ও পরিবহন ব্যবস্থা কেমন হয়।
উল্লেখ্য হুগলি থেকে সেক্টর ফাইভ যেতে রেলরুটের পাশাপাশি এবার বাস রুটের ব্যবস্থা ও ক্রমশ শক্তিশালী হচ্ছে। ট্রেন পথে আসতে গেলে অনেককেই বালিতে নেমে শাটল ধরে গন্তব্যে যেতে হয়। এই নতুন ব্যবস্থা শুরু হওয়ায় যাত্রীদের বাস রুটের ক্ষেত্রে উৎসাহ যোগাবে বলে মনে করছেন অনেকে।