বাংলা হান্ট ডেস্ক: এ যেন এক অবাক করা কাণ্ড। কলকাতার ছেলে(Kolkata Businessman) কিনে ফেলল ইটালিয়ান সংস্থা। যা জানাজানি হওয়ার পরে যায় শোরগোল পড়ে যায়। তখন সবে শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ।তখন একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে মিত্র শক্তি। তখন টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।সেই সময়েই ইটালির তুরিনে ভার্জিনিও ব্রুনি টেডেসি শুরু করল ব্যবসা। সেই সংস্থার নাম দিল কাভি ইলেট্রিসি ই আফিনি টরিনো (Cavi Elettrici e Affini Torino)।

কলকাতার ছেলে কিনে ফেলল ইটালিয়ান সংস্থা(Kolkata Businessman)
এই ‘কাভি ইলেট্রিসি ই আফিনি টরিনো’ শব্দটি মূলত ইটালিয়ান শব্দ।’কাভি ইলেট্রিসি ই আফিনি টরিনো’ শব্দের অর্থ হল Electrical Cables And Allied Products Of Turin অর্থাৎ তুরিনের বৈদ্যুতিক তার ও অন্যান্য পণ্য।
১৯৭০ সালে এই সংস্থাটি কে কিনে নেন টায়ার প্রস্তুতকারক সংস্থা পিরেলি (Pirelli SpA)। কিন্তু কোম্পানির সারসিডারিটি থেকে যায়।এই সারসিডারি ১৯৮২ সালে কিনে নেন কলকাতার এক ব্যবসায়ী।
বর্তমানে আমরা ভার্জির্নিও ক্রনি টেডেসি এই সংস্থাকে CEAT নামে চিনি। CEAT মূলত টায়ার প্রস্তুতকারী সংস্থা। আর এই ইটালিয়ান কাভি ইলেট্রিসি ই আফিনি টরিনো সংস্থাটি কিনে ফেলেন মোহনবাগান ক্লাবের সদস্য তথা কলকাতার ছেলে রমা প্রসাদ গোয়েঙ্কা(Rama Prasad Goenka) ।বর্তমানে এই সিয়েট টায়ারস ১০০টি দেশে টায়ার রফতানি করে। এমনকি গোটা পৃথিবীর প্রথম ২২টি টায়ার প্রস্তুতকারক সংস্থার মধ্যে অন্যতম এই সিয়েট টায়ারস(CEAT)।