বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার আবর্জনার চাপ সামাল দিতে নাজেহাল পুরসভা। এই চাপ দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার হাজার টন বর্জ্য তৈরি হয় শহরে। এত বিপুল আবর্জনা সামলাতে ধাপার বর্তমান ডাম্পিং গ্রাউন্ড আর সক্ষম নয়। এই পরিস্থিতিতেই অবশেষে দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য জমি চিহ্নিত করল কলকাতা পুরসভা (Kolkata Corporation)।
ধাপার সীমা ছাড়িয়েছে বিপদ
দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে, ধাপার ভাগাড় বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার ঘটনার পর পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়। প্রতি দিন শহরের সমস্ত বর্জ্য ধাপাতেই ফেলা হচ্ছে, ফলে বিপদের ঝুঁকি বহুগুণ বেড়েছে।
তৈরি হবে শহরের দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড, জানাল পুরসভা (Kolkata Corporation)
পুরসভার (Kolkata Corporation) জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, ধাপার কাছেই প্রায় ১০ একর জমি চিহ্নিত করা হয়েছে। পুরসভারই মালিকানাধীন ওই জমিতে এতদিন কৃষকরা চাষাবাদ করতেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই জমিতেই তৈরি হবে শহরের দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে ধাপা থেকে প্রায় ১৫ লক্ষ মেট্রিক টন বর্জ্যের বায়ো-মাইনিং করা হয়েছিল। কিন্তু তাতেও ভাগাড় বিপদমুক্ত হয়নি। সেই কারণেই বিকল্প জমি খুঁজছিল পুরসভা (Kolkata Corporation)। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, জমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে, খুব শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ পুজোর আগে ফের বৃষ্টির দাপট! কোন কোন জেলায় জারি সর্তকতা? আজকের আবহাওয়ার খবর জানুন
কলকাতা শহরের আবর্জনা সমস্যার স্থায়ী সমাধান কত দ্রুত হবে, তা এখনই বলা কঠিন। তবে দ্বিতীয় ধাপার জমি চিহ্নিত হওয়ায় এক বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (Kolkata Corporation)। এতে শহরের আবর্জনা চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।