হালকা মেজাজে আবারও ডার্বি জিততে প্রস্তুত মোহনবাগান, পিছিয়ে থেকেও হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইএসএলে যোগ দেওয়ার পর থেকে একটি কলকাতা ডার্বিতেও (Kolkata Derby) দল জয় পায়নি। বেশ কিছু সময় আছে লজ্জাজনকভাবে নিজেদের পড়শী ক্লাবের কাছে হার স্বীকার করতে হয়েছে। প্রতিপক্ষের ম্যানেজমেন্ট কয়েকশো গুণ এগিয়ে। যে দল করা হয়েছে তা শুধুমাত্র ভারতের নয়, খাতায়-কলমে দক্ষিণ এশিয়ার যে কোন ক্লাবকে কড়া প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে পারে। তাও মোহনবাগান সুপার জায়ান্টসদের (MBSG) বিরুদ্ধে নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত।

ডার্বির ঠিক আগের দিন অনুশীলন করতে গিয়ে বিপত্তিতে পড়ে ইস্টবেঙ্গল। ডুরান্ড কমিটির পক্ষ থেকে তাদের জন্য নির্দিষ্ট করা টিম বাস অনেক দেরিতে এসে পৌঁছনায় বিদেশেদের নিয়ে টোটো-তেই অনুশীলনে পৌঁছয় দল। দলের সকল ফুটবলের বেশিদিন হয়নি ঐক্যবদ্ধ হয়েছেন। সকল তারকা এখনো অনুশীলনেও যোগ দেননি। কিন্তু লাল হলুদ কোচ মনে করছেন যে এই ব্যাপারগুলো তাদের হাতে নেই তাদের হাতে যেটা রয়েছে সেটা হল মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া। যদিও মরশুমের শুরুতে ফুটবলারদের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন স্প্যানিশ কোচ।

ডুরান্ডে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে দুই বিদেশি গোল পেয়েছেন। কিন্তু দুই গোলে এগিয়ে থাকা সত্ত্বেও জয় হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের। কলকাতা ডার্বিতে সেই ভুলের মাশুল যাতে গুনতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকছেন ইস্টবেঙ্গল। একই প্রতিপক্ষকে মোহনবাগান সুপার জায়ান্টস উড়িয়ে দিয়েছিল ৫-০ ফলে। তাদের দলের প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াও অনেক ভালো এবং অনেক আগে একসঙ্গে অনুশীলন শুরু করেছেন তারা। খাতায়-কলমের হিসাব এবং সাম্প্রতিক ডার্বির রীতি মিনি যে তারা ইস্টবেঙ্গল এর চেয়ে কয়েকশো গুণ এগিয়ে রয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো ইতিমধ্যেই কলকাতা ডার্বির আবেগ এবং উত্তেজনা অনুভব করে ফেলেছেন। ভুল করেও তারা এই ম্যাচ হারতে চান না। তাই এই বড় ম্যাচের আগে জেসন কামিন্স এবং আর্মান্দো সাদিকুকে স্কোয়াডে যোগ করিয়ে নিয়েছেন। বাগান শিবিরে নেই চোটা আঘাতের তেমন সমস্যা। তার ওপর ম্যানেজমেন্ট এতটাই শক্তিশালী দল গড়েছে যে এখন ইস্টবেঙ্গল তো দূরের কথা দেশের অন্যান্য শক্তিশালী ক্লাবগুলির বিরুদ্ধেও কোনো সমস্যা হওয়ার কথা নয় সবুজ মেরুণ শিবিরের। আজ সন্ধ্যা ৪:৪৫ মিনিটে বেশ ফুরফুরে মেজাজেই যুবভারতীতে পা রাখবে মোহনবাগান ফুটবলাররা।

আরও পড়ুন: নক্ষত্রপতন! পৃথিবীর মায়া কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন ব্যানার্জির

সম্ভাব্য মোহনবাগান সুপার জায়ান্ট একাদশ- বিশাল কাইথ (গোলরক্ষক), আশিস রাই, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বোস, গ্লেন মার্টিন্স, হাঙতে, মনবীর সিং, হুগো বুমো, লিস্টন কোলাসো, দিমিত্রি পেট্রাটোস।

সম্ভাব্য ইস্টবেঙ্গল একাদশ: প্রভসুখেন গিল (গোলরক্ষক), মহম্মদ রাকিব, জর্ডন ইলসে, লালচুনগুঙ্গা, মন্দার রাও দেশাই, হরমনজ্যোৎ খাবরা, সাউল ক্রেসপো, ভিপি সুহের, নন্দা কুমার শেকর, নাওরেম মহেশ, জেভিয়ার সিভেরিও

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর