বাংলা হান্ট ডেস্ক: কলকাতার (Kolkata) মুকুটে যুক্ত হল আরও এক পালক। চালু হল প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ঢেউ (Dheu)। এটি মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়। এই পরিষেবা চালু হয়েছে গত ছয়মাস ধরে।
শহরের নতুন আকর্ষণ জলের ইলেকট্রিক মেট্রো (Kolkata)
আপনি যদি কলকাতার বাসিন্দা কিংবা পর্যটক হন তাহলে একবার এই মেট্রোয় চড়ে কোলকাতা ও তার পার্শ্ববর্তী শহরতলী অঞ্চল ঘুরে দেখতে পারেন। ‘ঢেউ’ নামক মেট্রোটির এসি ভাড়া যথাক্রমে ৩০০ টাকা ও নন এসির ভাড়া ২০০ টাকা। এই ‘ঢেউ’ নামক মেট্রোটি দুই ঘন্টায় ভ্রমণকারীদের ভ্রমণের সুযোগ করে দেয় কলকাতার বিখ্যাত নদী তীরবর্তী স্থানগুলি। যার মধ্যে রয়েছে- গ্ৰ্যান্ড হাওয়া ব্রিজ, ঔপনিবেশিক বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ।
সূত্রের খবর, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) ১৩.৫ কোটি টাকা খরচ করে ঢেউ তৈরি করেছে। পাশাপাশি এটি কোনও সাধারণ ফেরি নয়। এই ফেরিতে প্রায় ৯২ জনের বসার জায়গা আছে। এবং শীতাতপ নিয়ন্ত্রিত এবং নন-এসি আসন আছে। আর এই নতুন ফেরি আসায় পর্যটকরা বেশ খুশি। সপ্তাহান্তের শেষে এই বৈদ্যুতিক মেট্রো জাহাজ তে দেখা যায় চোখে পড়ার মতো ভিড়।
আরও পড়ুন: মহাভারত’কে পর্দায় ফোটাবেন আমির, অগাস্ট থেকেই শুরু শুটিং, ‘ড্রিম প্রোজেক্ট’ নিয়ে মুখ খুললেন অভিনেতা
প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে এই মেট্রোর উদ্বোধন হয়েছিল জানুয়ারি মাসে বাবুঘাটে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, GRSE এর তৈরী প্রথম বৈদ্যুতিক জাহাজ এইটি। আর এই বৈদ্যুতিক মেট্রো জাহাজ গঙ্গা ও ভাগীরথী নদীতে পরিচালিত হয়। গঙ্গা ও ভাগীরথী নদীতে যে সমস্ত পুরনো ডিজেল ফেরিগুলি রয়েছে তার প্রতিস্থাপক হিসেবে এই ফেরি তৈরি করা হয়েছে। পাশাপাশি এই আন্ডারওয়াটার মেট্রো কলকাতায় আবারও পরিবেশ বান্ধব নগরে স্থাপন করেছে। ও এই জল মেট্রোগুলি কেবল রাস্তার যানজট কমায় না – তারা নির্গমন, শব্দ এবং ভ্রমণের ক্লান্তি কমায়।