বাংলাহান্ট ডেস্ক : পূর্ণ হল না আশা। বাণিজ্যিকভাবে এখনই মেট্রো পরিষেবা শুরু হচ্ছে না ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে। পাশাপাশি বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হওয়ার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাট স্টেশনে মেট্রো দৌড়ানোর জন্য।
এখনো ছাড়পত্র পাওয়া যায়নি চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ দুটি লাইনের ক্ষেত্রেই করেছেন কিছু সুপারিশ। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি কলকাতা মেট্রোর তিনটি লাইনের চূড়ান্ত পরিদর্শন করেন গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।
আরোও পড়ুন : ‘প্রথমে সব ঠিক ছিল কিন্তু…’, স্বামী দীপঙ্করের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী দোলন
এরপর বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার অনুমতি পায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশ। তবে এবারও ফের একবার পরিষেবা শুরু হওয়ার দিন পিছিয়ে গেল হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাট স্টেশন অংশে।
আরোও পড়ুন : উজ্জ্বলার পাল্টা! বাংলার ১কোটি পরিবারকে বিনামূল্যে বিশেষ ‘উপহার’ দেবেন মমতা, কারা পাবেন?
মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশ পরিদর্শনের পর চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। হাওড়া রেল স্টেশন ও হাওড়া মেট্রো স্টেশনের মধ্যে যাত্রীরা যাতে সহজে যাতায়াত করতে পারেন সেই জন্য ভালো দিকনির্দেশক বসানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া প্রয়োজনীয় দিক নির্দেশ বসানো নির্দেশ দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য। মনে করা হচ্ছে বিশেষভাবে সক্ষম যাত্রীদের এই ব্যবস্থার ফলে বেশ খানিকটা সুবিধা হবে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি এই ধরনের কয়েকটি নির্দেশ দিয়েছেন মাঝেরহাট স্টেশনের ক্ষেত্রেও।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির নির্দেশ মতো দ্রুত সব কাজ সম্পন্ন করা হবে। তারপর ফের একবার চূড়ান্ত আবেদন করা হবে। তাঁর অনুমোদনের পরই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের মাঝেরহাটে।