কলেজ খুলে আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত হলেন বলিউড বাদশা। দিল্লীতে একটি ইউজিসি অনুমোদনহীন কলেজ খুলে পড়ুয়াদের আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন রাজ্যের পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টে এই নিয়ে শাহরুখের নাম দিয়ে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা উচ্চ আদালতে মামলাও দায়ের করলেন রাজ্যেরই পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে শাহরুখ খানকে তলব করল কলকাতা উচ্চ আদালাত। তাই শাহরুখকে হলফ নামা পেশ করার কথাও জানানো হয়েছে।
জানা গিয়েছে, দিল্লীর ইন্ডিয়ান ইনস্টিটিউট এফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিলেন পুরুলিয়ার বাসিন্দা অভিষেক মুখোপাধ্যায়। 25 লক্ষ টাকা নিয়ে ইউজিসির অনুমোদন প্রাপ্ত বলে বহু পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছিল। এরপর 2017 সালে দিল্লী হাইকোর্টে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। ফলে সমস্ত দিক খতিয়ে দেখে ইন্সিটিটিউটের ইউজিসি অনুমোদন না খাকায় তাঁর সমস্ত শাখা বন্ধ করে দেয় দিল্লী আদালত। তবে রাজ্যের পড়ুয়া অভিষেক মুখোপাধ্যায় পড়ে বিষয়টি নিয়ে বিধাননগর লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন। কিম্তু সুরাহা না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি। এর পর উচ্চ আদালতে শাহরুখের নাম দিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই পড়ুয়া। এরপর শাহরুখতে হলফনামা পেশ করার জন্য তলব করল উচ্চ আদালত।
অভিযোগ ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ। পড়ুয়াদের দাবি তাঁদের শাহরুখ খানকে দেখিয়ে প্রতারণা করা হয়েছে। তাই আদালতের তরফ থেকে শাহরুখের সঙ্গে ওই সংস্থার সম্পর্ক কি, কবে থেকে ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি, এই সংক্রান্ত প্রশ্নের সবিস্তারিত উত্তর চেয়েছে আদালত। একইসঙ্গে রাজ্য সরকার ও ওই সংস্থার কর্ণধারকেও হলফনামা পেশ করতে বলা হয়েছে।