বড় জয় পেল বিকাশ ভবনের সামনে বিষ খাওয়া শিক্ষিকারা, আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েক আগেই নাটকীয় ঘটনা ঘটে গিয়েছিল শহর কলকাতায়। সেখানে বদলির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন পাঁচ শিক্ষিকা। তাঁদের তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তিও করানো হয়। তবে তাঁদের মধ্যে এখনও একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।

বদলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেও মামলা দায়ের করেন বিক্ষুব্ধ শিক্ষিকরা। আর সেই মামলার শুনানিতে আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলে রাজ্য সরকারকে।

শিক্ষিকাদের অভিযোগ ছিল যে, তাঁদের অবৈধ ভাবে বদলি করা হচ্ছে। আর সেই মর্মেই তাঁরা বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। বদলির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বিচারপতি জানান, রাজ্য সরকারের বদলির নীতিতে গলদ রয়েছে। রাজ্যের এভাবে বদলি করার কোনও এক্তিয়ার নেই।

বিচারপতি বলেন, শিক্ষক-শিক্ষিকারা সমাজ গড়ার কারিগর। রাজনৈতিক সমীকরণ তাঁদের ক্ষেত্রে চলে না। রাজ্য সরকারে বদলির নীতিকে অবৈধ বললেও এই মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে আদালতের পক্ষ থেকে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর