টাকা নিয়েও আসেননি, দিয়েছেন হুমকিও! জারিনের বিরুদ্ধে মামলায় বিস্ফোরক রায় কলকাতা হাইকোর্টে

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ছয় বছর পর আইনি সমস্যা থেকে রেহাই পেলেন অভিনেত্রী জারিন খান (Zarine Khan)। এতদিন ধরে কলকাতা হাইকোর্টে তাঁর বিরুদ্ধে একটি মামলা ঝুলে ছিল। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কালীপুজোয় উপস্থিত থাকার উপস্থিত থাকার কথা দিয়ে অগ্রিম নিয়েও শেষমেষ উপস্থিত হননি জারিন (Zarine Khan)।

প্রতারণার অভিযোগ ওঠে জারিনের (Zarine Khan) বিরুদ্ধে

জানিয়ে রাখি এই ঘটনা ২০১৮ সালের। কলকাতায় কালীপুজোর ৬ টি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জারিন খান (Zarine Khan)। সোশ্যাল মিডিয়া ভিডিওতে উপস্থিত থাকার কথা ঘোষণাও করেছিলেন তিনি। এ বাবদ নিয়েছিলেন অগ্রিম ১২.৫ লক্ষ টাকা। কিন্তু নির্ধারণ দিনে দেখা মেলেনি জারিনের (Zarine Khan)। উপরন্তু অভিযোগ উঠেছিল, তিনি অর্থও ফেরত দেন, পাশাপাশি অভিযোগ করলে আন্ডার ওয়ার্ল্ডের মাধ্যমে হুমকি দিয়েছেন।

Kolkata hugh court gave this judgement on zarine khan case

কোন কোন ধারায় অভিযোগ: ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামে একটি ইভেন্ট সংস্থা র মালিক দাবি করেছিলেন, জারিনের (Zarine Khan) কারণে সংস্থার ৪২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এরপরেই ২০১৮ সালের ১৬ ই নভেম্বর নারকেলডাঙা থানায় দায়ের করা হয় জারিনের বিরুদ্ধে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ, ভীতি প্রদর্শন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক ধারায় মামলা দায়ের হয় জারিনের (Zarine Khan) বিরুদ্ধে।

আরো পড়ুন : পরপর চমকে ঠাসা পর্ব, দুর্গার নায়ক হয়ে ‘জগদ্ধাত্রী’তে ফিরছেন জি এর জনপ্রিয় অভিনেতা!

কলকাতা হাইকোর্টে ওঠে মামলা: তবে ওই বছরই ১১ ই ডিসেম্বর শিয়ালদহ আদালত থেকে জামিন পান অভিনেত্রী। যদিও তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর আবার মামলাটি খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জারিন (Zarine Khan)। এবার এই মামলাতেই নিষ্কৃতি পেলেন অভিনেত্রী।

আরো পড়ুন : বিরাট রদবদল স্টার জলসায়, ভালো টিআরপি সত্ত্বেও স্লট লিডার মেগা ছাড়ছেন নায়িকা!

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে দুই পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি বলেন, যেহেতু প্রতিশ্রুতি এবং চুক্তিভঙ্গের অভিযোগ একটি দেওয়ানি মামলা হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন রয়েছে, তাই তিনি ফৌজদারী মামলটি খারিজ করে দেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর