বইপ্রেমীদের জন্য বিরাট সুখবর, ঘোষণা হয়ে গেল ২০২৬ এর কলকাতা বইমেলার নির্ঘন্ট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বইপোকাদের সবথেকে বড় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেল। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata International Book Fair)। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বইমেলা। আর চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে বইমেলার উদ্বোধন করতে।

আসন্ন কলকাতা বইমেলার (Kolkata International Book Fair) দিনক্ষণ ঘোষণা হল

এবারে কলকাতা বইমেলার (Kolkata International Book Fair) থিম কান্ট্রি আর্জেন্টিনা। এবারও বইমেলার আয়োজন হতে চলেছে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। উল্লেখ্য, ভারত তথা বাংলার সাংষ্কৃতিক সম্পর্ক যথেষ্ট গভীর। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিকরা ছাড়াও উপস্থিত থাকবেন আর্জেন্টিনার দূতাবাসের প্রতিনিধিরাও। এই বইমেলার (Kolkata International Book Fair) অনুষ্ঠানে তাঁদের বক্তব্য দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলেই আশা করছেন আয়োজকরা।

Kolkata international book fair 2026 starting date revealed

থাকছে আরও কিছু অনুষ্ঠান: থাকছে আরও বেশ কিছু আকর্ষণ। ২০২৭ সালে কলকাতা বইমেলার (Kolkata International Book Fair) সুবর্ণজয়ন্তী। সেই উপলক্ষেই থাকছে বিশেষ আয়োজন। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ময়দানে আয়োজিত হত বইমেলা (Kolkata International Book Fair)। সেই পুরনো আলোকচিত্র নিয়ে একটি প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করা হবে। জানা গিয়েছে, সেরা দশটি আলোকচিত্রকে পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন : ক্যালকুলেটর ব্যবহার করা যাবে জেইই মেন-এ? অনুমতি দিয়েও ফের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ এনটিএ-র

কোন কোন দেশ অংশ নেবে: যে ছবিগুলি নির্বাচিত হবে সেগুলি ২০২৭ সালের স্মারক সংকলনে প্রকাশিত হবে। আগামী ১০ ডিসেম্বর ২০২৫ ছবি পাঠানোর শেষ তারিখ। আগামী বছরের বইমেলায় (Kolkata International Book Fair) অংশ নিতে চলেছে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, জাপান, কলম্বিয়া, থাইল্যান্ডের মতো একাধিক দেশ। দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট, অসমের মতো রাজ্যগুলির প্রকাশকরা নিয়ম মতোই অংশ নেবেন বইমেলায়।

আরও পড়ুন : এসআইআর প্রক্রিয়ায় সরাসরি যুক্ত, নির্বাচন কমিশন শর্ত চাপাল খরাজ-নীল-বিশ্বনাথের উপর

কলকাতা বইমেলার অন্যতম জনপ্রিয় অংশ হল কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। তা অনুষ্ঠিত হবে আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি। দেশ বিদেশের খ্যাতনামা লেখক, সাহিত্য সমালোচকরা অংশ নেবেন এই অনুষ্ঠানে।