কলকাতায় বাড়ছে চাইল্ড পর্নোগ্রাফির চাহিদা – শিশুদের ওপর বাড়তে পারে নির্যাতন; কড়া নজর কলকাতা পুলিশের

 বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বাড়িতে বসে থাকতে হচ্ছে আপামর জনতাকে, কিন্তু বাড়িতে বসে ইন্টারনেটে তারা সারাদিন কি দেখছে? দুশ্চিন্তার কথা শোনাল, ইন্ডিয়ান চাইল্ড প্রোটেকশন ফান্ড (আইসিপিএফ)।

child abuse

পরিসংখ্যান বলছে যে, করোনা ছড়িয়ে পড়ার প্রথম লগ্ন থেকেই দেশের মানুষের পর্ন আসক্তি বাড়তে শুরু করেছিল। সে সময় আসক্তি বেড়েছিল ২০ শতাংশ। লকডাউন শুরুর পর ২৪ থেকে ২৬ মার্চে সেই আসক্তি বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল ৯৫ শতাংশ তে। জানা যাচ্ছে, পর্ন সাইট গুলিতে দেদার খোঁজ হচ্ছে চাইল্ড পর্ন সম্পর্কিত সার্চ অপশন। বিশ্বের অন্যতম সেরা পর্ন সাইট পর্নহাবের তথ্যও সেই কথাই বলছে।

এই পরিস্থিতিতে হু হু করে সংখ্যা বাড়তে পারে বিকৃত কাম মানুষের। শিশুদের ওপর বিপুল সংখ্যায় বাড়তে পারে যৌন নির্যাতনের সংখ্যা। সব মিলিয়ে শিশুদের জন্য চরম অসুরক্ষিত একটা সময় আসতে চলেছে। আর এই বিকৃত কাম মানুষের হটস্পট শহর কলকাতা এমনটাই জানা যাচ্ছে সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যে।

দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের নিয়ে হওয়া অপর একটি সমীক্ষা জানিয়েছে, কিছুদিন আগেও ১০০টা শহরে প্রতি মাসে গড়ে ৫০ লক্ষ মানুষ এই ধরনের পর্ন দেখছিলেন। সেখানে লকডাউনে এই সংখ্যাটা বেড়েছে ২০০ শতাংশ। আঁতকে ওঠার মতো বিষয় হলো শুধু সাধারণ পর্ন নয়, এই মুহুর্তে সবচেয়ে বেশী চাহিদা পর্নে শারীরিক নির্যাতনের। যার হটস্পট শহর কলকাতা।

এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “আমরা নজর রাখছি। এ ধরনের ঘটনার কোনও চেষ্টা হলে বা কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”।

সম্পর্কিত খবর