দীপাবলিতে দূষণ নিয়ন্ত্রণে ভারত সেরা কলকাতা! বহু পিছিয়ে দিল্লি, মুম্বই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলিতে পরিবেশ দূষণ (Pollution) রক্ষার্থে সবার সেরা ফল করল কলকাতা (Kolkata)। সারাদেশে মেট্রো শহর গুলিতে দীপাবলিতে যে পরিমাণ বায়ু ও শব্দ দূষণ হয়েছে তার মধ্যে সবথেকে কম দূষিত শহর কলকাতা। ভারতের অন্যান্য মেট্রো শহর যেমন মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর মতো শহরগুলি দূষণ নিয়ন্ত্রণে কলকাতার ধারে কাছে নেই।

গ্রেডেশনের হিসাবে অন্যান্য মেট্রো শহরগুলিতে দীপাবলীর সময় বাতাসের মান বা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) (AQI) ‘খারাপ’ এবং ‘খুব খারাপ’ ছিল সেই সময় কলকাতার একিউআই পেয়েছে ‘ ভালই ‘ গ্রেড। ২২-২৪ অক্টোবর কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তে স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল দূষণের মাত্রা।

সূত্রের খবর, দীপাবলীর রাত একটা থেকে পরের দিন বিকাল তিনটা পর্যন্ত তিন ঘন্টা অন্তর মাপা হচ্ছিল বাতাসের মান। একিউআই সব সময় ঘোরাফেরা করেছে ৪৩ থেকে ৪৭ এর মধ্যে। একিউআই এর মান সর্বনিম্ন ধরা পড়েছে ৪৩ ও সর্বোচ্চ ৪৭। অন্যদিকে, এই সময়ে দিল্লির একিউআই ছিল ৩০৮-৩৩০, মুম্বই ১০৬-১৩০, বেঙ্গালুরু ১২৬-১৫৮, চেন্নাই ১৬৯-২৬১।

Air polution

বৃহস্পতিবার পরিবেশ ভবনে রাজ্যের পরিবেশ মন্ত্রী মানুষ ভুঁইয়ার সাথে সাংবাদিক সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র জানিয়েছেন, ১৫০ টি নজরদারি কেন্দ্র ও ২০ টি ভ্রাম্যমান দল সারা রাজ্যে দূষণের মাত্রা খতিয়ে দেখেছে। ফলে, বলা বাহুল্য আইআইটি দিল্লির গবেষক ও পশ্চিমবঙ্গের নিজস্ব দূষণ নিয়ন্ত্রণ অফিসের তথ্য অনুযায়ী দীপাবলিতে শব্দ ও বায়ু দূষণ রোধে কলকাতা সসম্মানে উত্তীর্ণ হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X