আরেব্বাস! কলকাতা টু কাশ্মীর ভ্রমণ এখন হাতের মুঠোয়! IRCTC আনল সস্তার এই ট্যুর প্যাকেজ

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : বৈশাখ মাসের আগমন ঘটতে এখনও বেশ কিছুদিন দেরি। তবে চৈত্রের শেষেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে গরম। একদিকে যেমন দিনের বেলায় রয়েছে চড়া রোদ, অন্যদিকে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে শহর কলকাতার প্যাঁচপ্যাঁচে গরম থেকে দূরে, কয়েকটা দিন ভূস্বর্গের (Kolkata-Kashmir) মনোরম পরিবেশে কাটাতে পারলে মন্দ হত না বলুন?

কলকাতা টু কাশ্মীর (Kolkata-Kashmir) ভ্রমণ

জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এটাই সেরা সময়। কাশ্মীরের অধিকাংশ জায়গায় বরফ গলতে শুরু করেছে ইতিমধ্যে। শীতের তীব্রতাও নেই এখন। চোখ মেললেই সবুজ ভূস্বর্গ উপত্যকা মন ও প্রাণ দুইই জুড়িয়ে দেবে। তবে কাশ্মীর ঘুরতে গেলেই তো হল না, বাজেটের কথাও তো চিন্তা করতে হবে!

আরও পড়ুন : ‘হিন্দু-মুসলিম ভাই ভাই’! রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি! জলের বোতল, মিষ্টির প্যাকেট দিলেন মুসলিমরা

এবার ভ্রমণ পিপাসু বাঙালির জন্য বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেছে IRCTC (Indian Railways Catering and Tourism Corporation)। রেল সংস্থার কলকাতা থেকে কাশ্মীর (Kolkata-Kashmir) ট্যুর প্যাকেজে থাকছে সামান্য কিছু টাকার বিনিময়ে কাশ্মীর ভ্রমণের সুবর্ণ সুযোগ। এই ট্যুর প্যাকেজের বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

আরও পড়ুন : তিন নয়, ২ মাসের মধ্যে হবে সব নিয়োগ! যোগ্যদের জন্য বিরাট প্রতিশ্রুতি কমিশনের, শুরু প্রস্তুতি

কলকাতা টু কাশ্মীর ট্যুর প্যাকেজ: ২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে আইআরসিটিসির (IRCTC) কলকাতা টু কাশ্মীর (Kolkata-Kashmir) ট্যুর প্যাকেজ। ৫ রাত ৬ দিনের এই ট্যুর প্যাকেজে অতিথিদের ঘুরিয়ে দেখানো হবে শ্রীনগর, সোনামার্গ, গুলমার্গ এবং পহেলগাম। কলকাতা থেকে বিমানে যাত্রীদের নিয়ে যাওয়া হবে গন্তব্যে। বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে ক্যাবের ব্যবস্থা।

Kolkata-Kashmir tour package for IRCTC

কলকাতা-দিল্লি-শ্রীনগর এবং উত্তরপ্রদেশ থেকে ইকোনমি ক্লাসের বিমানের ব্যবস্থা করা হয়েছে পর্যটকদের জন্য। শ্রীনগরের হোটেলে ৩ দিন, পহেলগামের হোটেলে ১ দিন ও ১ রাত ডিলাক্স হাউসবোটে রাত্রি যাপনের অনন্য অভিজ্ঞতা লাভ করবেন পর্যটকরা। ৫ দিনের ডিনার ও টিফিনের খরচ অন্তর্ভুক্ত রয়েছে প্যাকেজে। তবে লাঞ্চের জন্য আলাদাভাবে টাকা দিতে হবে পর্যটকদের। পাশাপাশি ক্যাব ভাড়াও অন্তর্ভুক্ত রয়েছে প্যাকেজে। ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে খুব সহজেই এই ট্যুর প্যাকেজ বুক করে ফেলতে পারবেন আপনি।

কলকাতা টু কাশ্মীর ট্যুর প্যাকেজের খরচ: আপনি যদি একা আইআরটিসিটির সাথে এই ট্যুর প্যাকেজের মাধ্যমে কাশ্মীর ভ্রমণ করতে চান তাহলে খরচ পড়বে ৬০,৭০০ টাকা। একসাথে দুজন ভ্রমণ করলে মাথাপিছু খরচ ৫৪,৯৫০ টাকা। যদি একসাথে তিনজন ভ্রমণ করতে চান তাহলে জনপ্রতি খরচ ৫৩,৩০০ টাকা। শিশুদের ক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে ৪২,৯৬০ টাকা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X