একদিকে করোনা ভাইরাস অপরদিকে আমফান সুপার সাইক্লোন। এই দুই এর চাপে পড়ে এই মুহূর্তে একেবারে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। সুপার সাইক্লোন আমফানের দাপটে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত গৃহহীন অবস্থায় রাস্তাঘাটে দিনযাপন করছেন। বিদ্যুৎ নেই, পর্যাপ্ত খাবার নেই, রাস্তাঘাটে বিদ্যুতের তার পড়ে, গাছ পড়ে। এক কথায় বলা যায় কয়েক মিনিটের আমফান ধ্বংস করে দিয়েছে পশ্চিমবঙ্গকে। এবার পশ্চিমবঙ্গের পাশে দাঁড়ালো আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্স মীর ফাউন্ডেশন এর সঙ্গে হাত মিলিয়ে আমফান বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগী। পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করা হবে। সেই সাথে এখনো পর্যন্ত আমফানের জন্য যে সমস্ত মানুষরা ঘরহীন, যাদের পর্যাপ্ত খাবার নেই, সঠিক বাসস্থান নেই তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ইতিমধ্যে আমফানের দাপটে কলকাতা এবং রাজ্যজুড়ে অনেক গাছ ভেঙে পড়েছে। আর সেই কারণে কলকাতা নাইট রাইডারসের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন রাজ্যজুড়ে গাছ লাগাতে বিশেষ উদ্যোগ নেবে কলকাতা নাইট রাইডার্স।