বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার আবু ধাবিতে সম্পন্ন হওয়া IPL-এর মিনি নিলামে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। তারা নিলামের শুরুতেই ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় কিনে সাড়া ফেলে দেয়। এবারের নিলামে সবথেকে বেশি অর্থ হাতে রেখে নেমেছিল KKR। এদিকে, নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে ২ কোটি টাকায় এবং শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছেকলকাতা নাইট রাইডার্স। মোট ১৩ জন খেলোয়াড়কে এবারের নিলামে কিনেছে KKR। রইল সেই তালিকা:
নিলামে কাকে কাকে কিনল KKR (Kolkata Knight Riders):
১. ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)- ২৫.২০ কোটি টাকা
২. মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা)- ২ কোটি টাকা
৩. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) -২ কোটি টাকা
৪. তেজস্বী সিং (ভারত, আনক্যাপড) – ৩ কোটি টাকা
৫. রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) – ২ কোটি টাকা
৬. ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) – ২ কোটি টাকা
৭. টিম সেইফার্ট (নিউজিল্যান্ড) – ১.৫ কোটি টাকা
Refreshing your memory again, today we say hello to 13 NEW KNIGHTS 💜💛
Cameron Green
Finn Allen
Matheesha Pathirana
Tejasvi Singh
Kartik Tyagi
Prashant Solanki
Rahul Tripathi
Tim Seifert
Mustafizur Rahman
Sarthak Ranjan
Daksh Kamra
Rachin Ravindra
Akash Deep#TATAIPLAuction— KolkataKnightRiders (@KKRiders) December 16, 2025
৮. আকাশ দীপ (ভারত) – ১ কোটি টাকা
৯. রাহুল ত্রিপাঠী (ভারত) – ৭৫ লক্ষ টাকা
১০. দক্ষ কামরা (ভারত) – ৩০ লক্ষ টাকা
১১. সার্থক রঞ্জন (ভারত) – ৩০ লক্ষ টাকা
১২. প্রশান্ত সোলাঙ্কি (ভারত, আনক্যাপড) – ৩০ লক্ষ টাকা
১৩. কার্তিক ত্যাগী (ভারতীয়, আনক্যাপড) – ৩০ লক্ষ টাকা
KKR এই খেলোয়াড়দের রিটেন করেছিল:
১. রিঙ্কু সিং (ভারত) – ১৪.৪০ কোটি টাকা
২. বরুণ চক্রবর্তী (ভারত) – ১৩.৩০ কোটি টাকা
৩. সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ) – ১৩.৩০ কোটি টাকা
৪. হরষিত রানা (ভারত) – ৪.৪ কোটি টাকা
৫. রমনদীপ সিং (ভারত) – ৪.৪ কোটি টাকা
৬. অঙ্গকৃশ রঘুবংশী (ভারত, আনক্যাপড) – ৩.৩ কোটি টাকা
আরও পড়ুন: মাত্র ৪ দিনেই ৪৫ শতাংশ রিটার্ন! ক্রমাগত অর্ডার পেতেই এই কোম্পানির শেয়ারে রকেটের গতি
৭. বৈভব অরোরা (ভারত, আনক্যাপড) – ২.০ কোটি টাকা
৮. রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) – ১.৭০ কোটি টাকা
৯. অজিঙ্ক রাহানে (ভারত) – ১.৭০ কোটি টাকা
১০. ওমরান মালিক (ভারত) – ৮০ লক্ষ টাকা
১১. মনীশ পান্ডে (ভারত) – ৮০ লক্ষ টাকা
১২. অনুকুল রায় (ভারত) – ৪০ লক্ষ টাকা
আরও পড়ুন: বড় পদক্ষেপের পথে টাটা গ্রুপ! এই রাজ্যে হবে কয়েক হাজার কোটির বিনিয়োগ, মিলল আপডেট
IPL ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড: রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, অজিঙ্কা রাহানে, মনীশ পাণ্ডে, রোভমান পাওয়েল, সুনীল নারিন, রমনদীপ সিং, অনুকুল রায়, বরুণ চক্রবর্তী,হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিক, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেফার্ট, মুস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, দক্ষিণ কামরা, রচিন রবীন্দ্র এবং আকাশ দীপ।












