2020 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হেড কোচ পরিবর্তন হয়েছে। জ্যাক কালিসের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স এর হেড কোচের ভূমিকায় দেখা যাবে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। আর এবার কলকাতা পরিবর্তন করল নিজেদের ফিল্ডিং কোচ। এর আগে কলকাতার ফিল্ডিং কোচ ছিলেন অসমের প্রাক্তন ক্রিকেটার শুভদ্বীপ ঘোষ, এবার তার পরিবর্তে কলকাতার নতুন ফিল্ডিং কোচের ভূমিকায় আসছেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেট রক্ষক ব্যাটসম্যান জেমস ফস্টার।
এই জেমস ফস্টার ইংল্যান্ডের হয়ে 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত খেলেন। দেশের হয়ে মোট 5 টি টিটোয়েন্টি, 11 টি ওয়ানডে এবং 7 টি টেস্ট খেলেছেন ইনি।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ফস্টার হলেন সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। মোট পাঁচশোর বেশি কাউন্ট্রি ম্যাচ খেলেছেন তিনি। এসেক্স কাউন্টি দলের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন ফস্টার। ফস্টার 2018 সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তারপর ফস্টারকে দেখা গিয়েছে গ্ল্যামারগনের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকাতেও।
বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে কাজ করেছেন ফস্টার এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইমসের হয়েও কোচিং করিয়েছেন তিনি। আর এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হলেন ফস্টার। বিশেষজ্ঞরা মনে করছেন ফস্টারের নিযুক্তিকরনের ফলে কলকাতা নাইট রাইডার্স দলের আরও উন্নতি ঘটবে।