বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানা গিয়েছে যে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে সম্পন্ন হতে চলা IPL-এর ১৯ নম্বর ম্যাচটি রিশিডিউল করা হয়েছে। ওই ম্যাচটি মূলত আগামী ৬ এপ্রিল (রামনবমীর দিন) ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু, এখন সেটি খেলা হবে আগামী ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবারে।
রামনবমীতে ইডেনে হবেনা KKR (Kolkata Knight Riders) ম্যাচ:
আগামী ৮ এপ্রিল সম্পন্ন হবে এই ম্যাচ: প্রসঙ্গত উল্লেখ্য যে, নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের পক্ষ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (সিএবি) করা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে BCCI-এর পক্ষ থেকে জারি করা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতীয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং লখনউ সুপার জায়ান্টস-এর মধ্যে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ১৯ নম্বর ম্যাচের রিশিডিউল ঘোষণা করেছে। এই ম্যাচটি আগামী ৬ এপ্রিল, ২০২৫ অর্থাৎ রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়ার কথা ছিল।”
কলকাতা পুলিশের অনুরোধে সূচি বদল: BCCI-এর মতে, “উৎসবের কারণে শহর জুড়ে কর্মী মোতায়েনের বিষয়ে কলকাতা পুলিশের CAB-র কাছে করা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকরা সুপারিশ করেছিলেন যে, ওই ম্যাচটি মঙ্গলবার অর্থাৎ ৮ এপ্রিল, ২০২৫ বিকেল ৩ টে বেজে ৩০ মিনিটে রিশিডিউল করানো হোক। সেই অনুযায়ী বিষয়টির বিবেচনা করা হয়েছে। বাকি শিডিউল অপরিবর্তিত থাকবে।”
আরও পড়ুন: এই গ্রীষ্মে চিনকে স্বস্তি দিল ভারত, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, ব্যাপারটা কী?
ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সেই: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ম্যাচটি রিশিডিউল হওয়ার কারণে আগামী ৬ এপ্রিল রবিবার সিঙ্গেল হেডারের ম্যাচ হবে। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে গুজরাট টাইটান্সের রুদ্ধে। এদিকে, আগামী ৮ এপ্রিল মঙ্গলবার ডাবল-হেডার ম্যাচ হবে। যার মধ্যে KKR (Kolkata Knight Riders) বনাম LSG ম্যাচও রয়েছে।
আরও পড়ুন: সর্বনাশ! ঘরের মাঠে আসল সুবিধা থেকেই বঞ্চিত KKR, বাড়ছে ক্ষোভ, মাথায় হাত অনুরাগীদের
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে আপডেট মিলেছিল, হয়তো এই ম্যাচের ভেন্যু বদল করা হতে পারে। তবে এখন শুধুমাত্র ম্যাচের তারিখ পরিবর্তিত হয়েছে। এমতাবস্থায়, ম্যাচের স্থান অপরিবর্তিত রাখা হয়েছে ফলে নিজেদের হোম গ্রাউন্ডেই এই ম্যাচটি খেলতে পারবে KKR (Kolkata Knight Riders)।