বাংলা হান্ট ডেস্ক : ধোনি (M S Dhoni) বনাম গৌতম (Gautam Gambhir) ফাইট এখনও অব্যাহত। দুই তারকা নিজেরা মাঠে না নামলেও তাদের ভক্তরা যুদ্ধের জন্য তৈরিই থাকে। এই যেমন সদ্য এক সাক্ষাতকারে গম্ভীর এমন কিছু বলেছেন যাতে রীতিমত তেলে বেগুনে জ্বলে উঠেছে মাহি ভক্তরা। কেউ কেউ তো বলছে, গম্ভীরের নাকি কাজই হচ্ছে কেবল মাহির বিরুদ্ধে কথা বলা।
এইদিন গম্ভীর বলেন, আমার কাছে ‘প্রক্রিয়া’র কোনও অর্থ নেই। আমি কেবল ফলাফলকে গুরুত্ব দিই।’ অন্যদিকে মাহির মতে, ফলাফল হচ্ছে একটা ‘বাই প্রোডাক্ট’। প্রক্রিয়া ঠিক থাকলে ফলাফল ঠিক হতে বাধ্য। অর্থাৎ দুই তারকার মত সম্পূর্ণ ভিন্ন। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন মাহি ভক্তরা।
এইদিন এক ইউটিউব চ্যানেলের সাথে কথা বলার সময় গৌতম গম্ভীর বলেন, ‘আমি খোলাখুলি বলছি যে শুধুমাত্র এবং শুধুমাত্র ফলাফল আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি প্রক্রিয়া ঠিক রাখার মতো জিনিসগুলিতে মোটেও বিশ্বাস করি না এবং ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আসবে এটাও বিশ্বাস করিনা। গৌতমের কথায়, তার জন্য কেবল ফলাফল গুরুত্বপূর্ণ। একই সাথে কেকেআর-র ফ্যানবেস নিয়েও কথা বলেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন : আপনার সন্তানকে খাওয়ান এই বেবি ফুড? এখনই হন সাবধান! হুঁশিয়ার করল কেন্দ্র
কেকেআর মেন্টর বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে সমগ্র দেশে কেকেআর-এর সবচেয়ে অনুগত ফ্যান বেস রয়েছে। কেকেআরের ইতিহাস দেখুন। প্রথম তিন বছরেই ফ্র্যাঞ্চাইজির ভক্তের সংখ্যা ব্যাপক বেড়েছে। তারপর বছরের পর বছর তা বাড়তে থাকে। এমনকি ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জেতার পর গোটা কলকাতা রাস্তায় নেমে এসেছিল।’
আরও পড়ুন : IPL-র দ্বিতীয় ধনী টিম, কোথা থেকে এত টাকা আয় করে KKR? চমকে দেবে শাহরুখের দলের সম্পদের পরিমাণ
প্রসঙ্গত উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির চিন্তাভাবনা সম্পূর্ণ বিপরীত। ধোনি সবসময় প্রক্রিয়ার উপর জোর দেন। ধোনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে প্রদ্ধতি সঠিক রাখা হলে ফলাফল আপনাআপনিই আসবে। যে কারণে ভক্তদের ধারণা, গম্ভীর এই মন্তব্য ধোনির বিরোধীতা করার জন্যই বলেছেন।