বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ২০২৬-এ অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বলার সময়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সাইকিয়া জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, BCCI কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার নির্দেশ দিয়েছে।
KKR (Kolkata Knight Riders)-কে কী নির্দেশ দিল BCCI:
দেবজিৎ সাইকিয়া আরও স্পষ্ট করে জানিয়েছেন যে, যদি KKR মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করতে চায়, সেক্ষেত্রে BCCI তা অনুমোদন করবে। উল্লেখ্য যে, ২০২৬ সালের IPL-এর আগে মিনি-নিলামে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ৯.২০ কোটি টাকায় কিনেছিল।
#WATCH | Guwahati | BCCI secretary Devajit Saikia says, “Due to the recent developments that are going on all across, BCCI has instructed the franchise KKR to release one of their players, Mustafizur Rahman of Bangladesh, from their squad and BCCI has also said that if they ask… pic.twitter.com/53oxuRcmZp
— ANI (@ANI) January 3, 2026
এদিকে, বাংলাদেশের এই বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করার পর থেকেই KKR সোশ্যাল মিডিয়ায় প্রচুর সমালোচনার মুখে পড়ে। অনুরাগীদের একাংশের পাশাপাশি কিছু রাজনীতিবিদ এবং সাধু-সন্তরা IPL-এ বাংলাদেশি খেলোয়াড়ের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জানিয়ে রাখি যে ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। যার ফলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে। সম্প্রতি, বাংলাদেশের ২ হিন্দুর নৃশংস হত্যাকাণ্ডের পর, বাংলাদেশের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে।
বাংলাদেশ দল বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে: জানিয়ে রাখি যে, BCCI ২০২৬ সালের ICC মেন্স T20 বিশ্বকাপের জন্য বাংলাদেশি খেলোয়াড়দের ভিসা ইস্যুতে ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতা এবং মুম্বাইতে খেলবে। বোর্ড নিশ্চিত যে খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত কোনও বড় বাধা থাকবে না।
আরও পড়ুন: বিতর্কের আবহেই ৬ টি ম্যাচ খেলতে বাংলাদেশে যাবে টিম ইন্ডিয়া! ঘোষণা হল শিডিউল
এদিকে, IPL ২০২৫-এর মেগা নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। তবে, কলকাতা নাইট রাইডার্স IPL ২০২৬-এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে কিনতে ৯.২০ কোটি টাকা খরচ করেছে। যার মাধ্যমে মুস্তাফিজুর IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন।
আরও পড়ুন: নেটওয়ার্ক ছাড়াই কল-SMS! দেশজুড়ে বিশেষ পরিষেবা চালু করল BSNL, লাভবান হবেন গ্রাহকরা
উল্লেখ্য যে, মুস্তাফিজুর রহমান IPL-এ সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলেছেন। ৩০ বছর বয়সী মুস্তাফিজুর এখনও পর্যন্ত ৬০ টি IPL ম্যাচে ২৮.৪৪ এভারেজে এবং ৮.১৩ ইকোনমি রেটে ৬৫ টি উইকেট নিয়েছেন।












