‘হার বা জয়ের জন্য দলে ভাঙন…’, ম্যাচ জিততেই বিস্ফোরক নীতিশ! কার দিকে তুললেন আঙুল?

বাংলা হান্ট ডেস্ক: এবছর IPL এর সবচেয়ে সফল দলের কথা বললে সেটি হলো কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাদের পারফর্ম্যান্স অনবদ্য। আর সেই কারণে তারা এবছর আইপিএলের প্রথম দল হিসেবে প্লেঅফে পৌঁছে গিয়েছে। শনিবার ঘরের মাঠ ইডেনে মুম্বাইকে উড়িয়ে দিয়ে আইপিএলের প্লেঅফে পৌঁছায় নাইটরা। এই ম্যাচে দীর্ঘ সময় পর প্রথম একাদশে ফেরেন নীতিশ রানা (Nitish Rana)। দলের প্রাক্তন অধিনায়ক তিনি।

ব্যাট হাতে নীতিশের বেশ গুরুত্বপূর্ন অবদান রয়েছে। ম্যাচের পর তিনি জানালেন এবারের মরশুমে কলকাতার সফল হওয়ার আসল মন্ত্র। শনিবারের ম্যাচে দীর্ঘ সময় পর কলকাতার প্রথম একাদশে খেলেন নীতিশ রানা। ম্যাচে তিনি ছোট কিন্তু গুরুত্বপূর্ন ইনিংস খেলে দিয়ে যান। আর ম্যাচে শেষে জানিয়ে দেন দলের সাফল্যের পিছনের গুঢ় মন্ত্র।

নীতীশ বলেন,‘আমরা একসাথে জিতি এবং হারের পরও একসাথেই থাকি। আমাদের সাজঘরের পরিবেশ এমনই। এই পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের কাঁধে হাত রেখে এগিয়ে চলাটা ও খুব গুরুত্বপূর্ণ।আমার মনে হয় যে এই পরিবেশটা শেষ এক,দুই বছরে আমাদের সাজঘরে ছিল না। আর এটাই এই মরশুমে ফারাক গড়ে দিয়েছে।এই মরশুমে আমাদের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য এই পরিবেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

copy of sports 3 2024 05 834dfcbfce6aaadc8e2b1e1fc8b9fcf3

উল্লেখ্য, গত মরশুমে শ্রেয়সের স্থানে দলকে নেতৃত্ব দেন নীতীশ। এক মরশুমে আঙুলে চোট আসে তার, তাই দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হয় তাকে। গতকাল ফিরে এসেই ২৩ বলে ৩৩ করেন। তার ইনিংসে ছিল চারটি চার এবং একটি ছয়। চোট সম্পর্কে রানা বলেন, তার আঙুলের চোট এতটাই খারাপ ছিল যে শেষ কয়েকটা দিন ব্যাট ধরতেই পারেননি তিনি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। জানান যে, মুম্বাই ম্যাচের আগে সারারাত ঘুমোতে অবধি পারেননি। উদ্বেগ এতটাই ছিল যে, মাত্র ৩০ মিনিট ঘুমোতে পেরেছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর